• Sun. Dec 22nd, 2024

Basic News24.com

আমরা সত্য প্রকাশে আপোষহীন

মাগুরায় পৃথক অভিযানে ভোক্তা অধিকারর জরিমানা আদায়

Bybasicnews

Jul 13, 2023

 

মাগুরা প্রতিনিধি\ মাগুরায় পৃথক অভিযানে বিভিন্ন প্রতিষ্ঠানকে ২দিনে ভোক্তা অদিকারের অর্থদন্ড প্রদান। মঙ্গল ও বুধবার মাগুরা শহরের বিভিন্ন ক্লিনিক ,প্যাথলজি, ফার্মেসী,হোটেল ও মুদি কোকানীর কাছ থেকে ৩৪ হাজার টাকা জরিমানা আদায় করে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এছাড়া আজ বৃহস্পতিবার মেয়াদ উর্ত্তীন ঔষুধ ও রি-এজেন্ট রাখার অপরাধে দুটি ক্লিনিককে ৪০ হাজার টাকা এবং মানহীন পন্য বিক্রি করা ও গুদাম জাত করায় ৫০ হাজার টাকা জরিমানা আদায় করে। মাগুরা ভোক্তা অধিকার সংরক্ষনের জেলা কার্যলয়ের সহকারি পরিচালক মোহাম্মদ মামুনুল হাসানের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয। পরিচালক মামুনুল জানান, এটি ভোক্তা অদিকার সংরক্ষনের নিয়মিত অভিযান পরিচালনা এবং এটি চলমান থাকরে। এ সময় উপস্থিত ছিলেন,জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা রিয়াজ মাহমুদ, জেলা স্যানেটারি ইন্সপেক্টর দিলীপ কুমার প্রমানিক,মাঠ ও বাজার পরিদর্শক আলমগীর হোসেন প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *