• Mon. Dec 23rd, 2024

Basic News24.com

আমরা সত্য প্রকাশে আপোষহীন

মাগুরায় ডাঃ মনির হোসেনের ২লক্ষ ২৫ হাজার টাকার মটরসাইকেল চুরি

Bybasicnews

Jul 14, 2023

মাগুরা প্রতিনিধি\ মাগুরায় ডাঃ মনির হোসেনের ২লক্ষ ২৫হাজার টাকার মটর সাইকেল চুরি হয়ে গিয়েছে। মাগুরা সদর থানায় অভিযোগে জানা যায়,গত ১০/৭/২৩ তারিখ শহরের কাউন্সিলপাড়া জনতা ক্লিনিকের সামনে থেকে রাত আড়াইটার দিকে গাড়িটি চুরি হয়।যার রেজিঃ নং মাগুরা ল ১১.৬৭.৬২ ইঞ্জিন নং বিজিএ ১-৭৯৪৬৪২ চেছিস নং আরএমবিএলইডি ১ জে-ডি১৮০৪৮ মূল্য ২,২৫০০০হাজার টাকার গাড়িটি রাখিয়া ক্লিনিকের ভিতর যাই।পরে রাত ২টা ৪৫ মিনিটে এসে দেখি মটরসাইকেলটি নাই। তখন সিসিটিভি দেখিয়া অজ্ঞাত নামা চোরেরা গাড়িটি চুরি করে নিয়ে যায়। তিনি প্রশাসনসহ উর্ধমহলে সুষ্ঠ তদন্তে এর যথাযথ বিচার কামনা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *