• Mon. Dec 23rd, 2024

Basic News24.com

আমরা সত্য প্রকাশে আপোষহীন

মাগুরায় ভুমি দস্যু মাওলানা মারুফ হুজুরের বিরুদ্ধে মানববন্ধন

Bybasicnews

Jul 16, 2023

মাগুরা পৌর প্রতিনিধি\ মাগুরা পৌরসভার ইটখোলা বাজারে ভুক্তভোগী একটি অসহায় পরিবার মানবন্ধন করেছে।শুক্রবার সকাল ৮টার দিকে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। ভুক্তভোগী ওলিয়ার রহান মানববন্ধনে দাবী করেন,মাওলানা মারুফ হোসেন তার বাবা মুত জলিল মোল্যার নিকট থেকে ১২ শতকের জমির দলিল করে নেন। কিন্ত তিনি ৬০ শতক জমি কিভাবে জোর করে ভোগ দখল করে আছেন? ভুক্তভোগী পরিবারটি তাদের পৈত্রিক সম্পদটি উদ্ধারের জন্য প্রশাসনের দুষ্টি কামনা করে মানববন্ধন করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *