মাগুরা প্রতিনিধি\ মাগুরা মহম্মদপুর উপজেলার কানাইনগর গ্রামের মৃত সাইদুর রহমানের কন্যা শান্তা রহমান একই উপজেলার বড়রিয়া গ্রামের আলী আফজাল শেখের পুত্র আশিকুর রহমানের বিরুদ্ধে মোকাম নড়াইল শিশু নির্যাতন দমন ট্রাইবুনালে ২০০৩এর ৯(১)ধারায় মামলা করেছেন। শান্তা রহমান মামলার আরজিতে জানান,আমি একজন বিবাহীত নারী ছিলাম। আমার স্বামীর সাথে বন্বিনা না হওয়া তালাক প্রদানকালে ঐ সুযোগে আমার সাথে আশিক প্রেমের অভিনয় করে সে নিজে স্বাক্ষী থেকে ডিভোর্স করায় । সে একপর্যায়ে বিবাহের লোভ লালসা দেখিয়ে বিভিন্ন স্থানে নিয়ে যায়। পাশের গ্রাম লাহুড়িয়া ডহরপাড়া মামা বাড়িতে থাকি। সেখানে এবং আমার ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করার সময় জিল্লু জাকির,মারুফা রহিম টের পায়। একপর্যায়ে মামা বাড়ির অনেকেই বিষয়টি জেনে গেলে আশিকের বাবার কাছে জানাইলে গোপনে তাকে ট্যুরিশ ভিষায় বিদেশ পাঠিয়েছে আশিকুরের বাবা।এ বিষয়ে আসামী আশিকুরের বাবা আলী আফজাল শেখের কাছে জানতে চাইলে সব অস্বিকার করেন এবং তিনি আরো জানান,আা,লীগ রাজনীতির সাথে যুক্ত এছাড়া বাংলাদেশ সেনাবাহিনীর চাকুরী করে অবসর নিয়েছি।তিনি সব ষঢযন্ত্র বলে জানান।এদিকে শান্তা রহমানের সাথে একাধিক জায়গা ভ্রমানসহ নানা ছবি যুক্ত আছে শান্তার কাছে। তিনি সব কোর্টে উম্মোচন করে এর বিচার দাবী করেন।