মাগুরা পৌর প্রতিনিধি\ মাগুরা সদর উপজেলার জগদল ইউনিয়নের শেওলাডাঙ্গা গ্রামের বীর মুক্তিযোদ্ধা নওশের মোল্যা (৭৩) ইন্তেকাল করেছেন।ইন্নালিল্লাহী —–রাজিউন। তিনি আজ মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে নীজ বাড়িতে ইন্তেকাল করেন।তিনি বাধ্যক্য জনিত রোগে ভুগছিলেন। তিনি ২ ছেলে ১ মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন ।তিনি ১৯৭১ সালে ভারতে ট্রেনিং শেষে নীজ এলাকায় জগদল কুচিয়ামোড়া,আমুড়িয়া,বাহারবাগ,শক্রজিৎপুর এলাকার দায়িত্বে ছিলেন।এদিকে তার মৃত্যুর সংবাদে মুক্তিযোদ্ধা ও মানবাধীকার (আসক)সহ বিভিন্ন সংস্থা শোক জানিয়েছেন। শেওলাডাঙ্গা প্রাথমিক বিদ্যালয় মাঠে জানাজা শেষে গৌরস্থানে দাফন করা হয়।