• Mon. Dec 23rd, 2024

Basic News24.com

আমরা সত্য প্রকাশে আপোষহীন

মাগুরায় কেন্দ্রিয় বিএনপির জনসমাবেশে পুলিশের নির্যাতনের প্রতিবাদে সমাবেশ

Bybasicnews

Aug 1, 2023

 

মাগুরা প্রতিনিধি: ঢাকায় কেন্দ্রীয় বিএনপি ঘোষিত ১দফা দাবি বাস্তবায়নের কর্মসূচিতে দলীয় নেতা-কর্মীদের উপর পুলিশের অত্যাচার নিপীড়িনের প্রতিবাদ জানিয়ে সোমবার বিকালে মাগুরায় জনসমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বিকাল সাড়ে ৫ টায় মাগুরা শহরের ইসলামপুর পাড়ায় দলীয় কার্যালয়ের সামনে জেলা বিএনপির আয়োজিত জনসমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুন্ডু।

মাগুরা জেলা বিএনপি আহ্বায়ক আলি আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাসান ইমাম সুজা, ফারুকুজ্জামান ফারুক, মিথুন রায় চৌধুরী, আলমগির হোসেন, জেলা জাতীয়তাবাদী শ্রমীক দল সভাপতি ইমদাদুর রহমান, জেলা যুবদল সভাপতি অ্যাডভোকেট ওয়াসিকুর রহমান কল্লোল, সাধারণ সম্পাদক ফিরোজ আহমেদ, জেলা ছাত্রদল সভাপতি আবদুর রহিম প্রমুখ।

বক্তারা ঢাকার রাজপথে বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দের উপর হামলার প্রতিবাদ জানিয়ে আওয়ামী লীগ সরকারের পদত্যাগ দাবি করেন।

মাগাুরা এ সমাবেশে জেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, শ্রমীকদ ও মহিলা দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ অংশ নেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *