মাগুরা প্রতিনিধি\ মাগুরায় বান্ধবীর সহযোগীতায় এক স্কুল ছাত্রী ধর্ষণের অভিযোগ উঠেছে।গত ৩রা আগষ্ট বৃহস্পতিবার শহরের এক বাসায় এ ঘটনা ঘটে।মাগুরা সদর থানা সুত্রে জানা যায়,মাগুরা দুধ মল্লিক স্কুলের নবম শ্রেনীর ছাত্রী ইফা আক্তার (১৪) সে ােপৗরসভার নীজ নান্দুয়ালী গ্রামের মোক্তার হোসেনের কন্যা। বৃহস্পতিবার বান্ধবী জুই খাতুনের সহযোগীতায় আসামী সদর উপজেলার ছয়চার গ্রামের নিশান,পিতা জামাল ফকির, জুই আক্তার পিতা অজ্ঞাত সাং শক্রুজিৎপুর ও রবি পিতা অজ্ঞাত সাং ভিটাসাইর গ্রাম সদর মাগুরা । তারা আমাকে ঘুমের ট্যাবলেট খাইয়ে শহরের অপরিচিত বাসায় নিয়ে বান্ধবীর সহযোগীতায় পালাক্রমে ধর্ষণ করে। অমার অবস্থা খারাপ হওয়ায় হাসপাতালের ফেলে তারা পলায়ন করে। এবিষয়ে মামলার প্রস্তুতির কথা জানিয়েছেন,ছাত্রীর বাবা মোক্তার হোসেন ।