• Wed. Jan 15th, 2025

Basic News24.com

আমরা সত্য প্রকাশে আপোষহীন

মাগুরায় ট্রাকের ধাক্কায় রাব্বি নামে ইঞ্জিনিয়ারিং কলেজের এক ছাত্রের মৃত্যু

Bybasicnews

Aug 7, 2023

 

মাগুরা প্রতিনিধি  : মাগুরায় রবিবার ট্রাকের ধাক্কায় হাসিব আল হাসান রাব্বি নামে ইঞ্জিনিয়ারিং কলেজের এক ছাত্রের মৃত্যু হয়েছে।

নিহত রাব্বি (২২) মাগুরা এম সি ই টি ইঞ্জিনিয়ারিং কলেজের ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং এর পঞ্চম বর্ষের ছাত্র। তার বাবার নাম ওয়াজেদ আলি।

 

 

পরিবার সূত্রে জানা গেছে, দুপুর দুইটার দিকে  মোটরসাইকেল নিয়ে শহরের দোয়ার পাড়ের বাসা  ভাড়া বাসা থেকে মাগুরা-ঝিনাইদহ সড়কে জেলখানার সামনে গেলে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তাকে ধাক্কা দেয়। এতে সে মারাত্মকভাবে জখমপ্রাপ্ত হয়। ঘটনার পর স্থানীয়রা তাকে উদ্ধার করে মাগুরা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *