• Sun. Dec 22nd, 2024

Basic News24.com

আমরা সত্য প্রকাশে আপোষহীন

শ্রীপুর নবগ্রাম কবির আহম্মেদ দাখিল মাদরাসায় দুই পদে নিয়োগ সভাপতির দুঃখ প্রকাশ 

Bybasicnews

Aug 7, 2023

ফারুক আহমেদ, মাগুরা প্রতিনিধি : মাগুরা শ্রীপুর উপজেলার গয়েশপুর ইউনিয়নের নবগ্রাম কবির আহম্মেদ দাখিল মাদরাসায় দুই পদে নিয়োগ পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে সুপার পদে মোঃ বশির উদ্দীন ও সহ সুপার পদে মোঃ আমীরুল ইসলাম। শনিবার ৫ আগস্ট অত্র প্রতিষ্ঠানে নিয়োগ পরীক্ষার কাজ সম্পন্ন করা হয়।  নবগ্রাম কবির আহম্মেদ দাখিল মাদরাসার ভারপ্রাপ্ত সুপার মোঃ বাবুল হোসেন জানান, সুপাররিনটেনডেন্ট পদে ৪ জন ও সহ সুপার পদে ৩ জন পরীক্ষার্থী উপস্থিত ছিলেন। সুপার পদে মোঃ বশির উদ্দীন, মনিরুজ্জামান, আব্দুল করিম ও লিয়াকত হোসাইন এবং সহসুপার পদে মোঃ আমিরুল ইসলাম, এটিএম কামরুজ্জামান ও আব্দুর রব পরীক্ষায় অংশ গ্রহণ করেন। সুপার পদে নিয়োগ পেলেন ঝিনাইদহ শৈলকূপার নাগপাড়া দাখিল মাদরাসার সহসুপার মোঃ বশির উদ্দীন, তিনি দীর্ঘ ২২ বছর ঐ প্রতিষ্ঠানে সহসুপার পদে দায়িত্ব পালন করেছেন। সহসুপার পদে নিয়োগ পেলেন, রাজবাড়ী জেলার পাংশা উপজেলার নাদুড়িয়া গ্রামের মোঃ আমিরুল ইসলাম, তিনি ২১ বছর যাবৎ মাদ্রাসায় সহকারী মৌলভী পদে দায়িত্ব পালন করেছেন।  নিয়োগবোর্ড পরীক্ষায় উপস্থিত ছিলেন, ঢাকা মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর ডিজি প্রতিনিধি পরিদর্শক (বরিশাল বিভাগ) মোঃ ইমন আমীর, শ্রীপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এবিএম নকিবুল ইসলাম, নিয়োগ বোর্ডের সদস্য সচিব ভারপ্রাপ্ত সুপার মোঃ বাবুল হোসেন, সভাপতি আলহাজ্ব কবির হোসেন ও ম্যানেজিং কমিটির সদস্য আবু বক্কার সিদ্দিক।  মাদরাসার ছাত্র-ছাত্রী ও এসএসসি পাসের রেজাল্ট সম্পর্কে ভারপ্রাপ্ত সুপার মোঃ বাবুল হোসেন জানান, মাদরাসার শিক্ষার্থী ২৫০ জনের উপরে তবে প্রতিদিন ২২০ জন শিক্ষার্থী উপস্থিত থাকে। এবছর দাখিল পাসের রেজাল্ট খুবই মানহীন হয়েছে, মাত্র সাধারণ শাখায় ১৩ জন পাস করেছে যেখানে কেউ এ প্লাস পায়নি, এ গ্রেড পেয়েছে মাত্র ৪-৫ জন। অত্র প্রতিষ্ঠানে শিক্ষক ১৭ জন, সুপার ১ জন ও এনটিআরসির ২ জন মহিলা ও পুরুষ শিক্ষক প্রতিষ্ঠানে আছে। নিয়োগ বাণিজ্যর বিষয়ে জানতে চাইলে, ভারপ্রাপ্ত সুপার বাবুল হোসেন জানান, দুই পদে  কোন আর্থিক লেনদেন হয়নি, সরকারি বিধিমোতাবেক পরীক্ষা নেওয়া হয়েছে। পরীক্ষায় উপস্থিতি কম এবং আবেদন পত্র কম বিষয়ে জানতে চাইলে তিনি জানান, যে কয়টি আবেদন জমা হয়েছে সেই কয়জনকে নিয়েই পরীক্ষা নেওয়া হয়েছে।  মাদরাসার সভাপতি আলহাজ্ব কবির আহম্মেদ মোবাইল ফোনে জানান, সুপার ও সহসুপার পদে নিয়োগ পরীক্ষা হয়েছে তবে এই নিয়োগ পরীক্ষার খবর, পত্রিকায় সংবাদ প্রকাশিত করা হয়নি বলে তিনি ক্ষোভ ও দুঃখ প্রকাশ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *