মাগুরা পৌর প্রতিনিধি\ মাগুরা পৌরসভার ১নং ওয়ার্ড কাশিনাথপুর গ্রামের সিভিল সার্জনের ড্রাইভার দুলালের ছেলে হুসাইন (৭) কে আজ রাত সাড়ে ১২টায় বিষধর সাপে কেটে মৃত্যুর খবর পাওয়া গেছে। স্থানীসুত্রে জানায়,আজ তার বোন অহনার সাথে শিশু হুসাইন ঘুমিয়েছিল। রাত অনুমানিক সাড়ে১২টার দিকে অহনার পায়ে বিষধর একটি সাপ জড়িয়ে ধরে।তখন অহনার ডাক চিৎকারে ছুটে বাড়ির সবাই ছুটে এসে সাপের হাত থেকে উদ্ধার করে তাদের। সাফটিকে পরে তারা মেরে ফেলে। হুসাইনকে স্থানীয় ওঁঝারর কাছে নিয়ে গেলে সাপে ওঁঝা ঝাড় ফুক দিয়ে তাদের বাড়ি পাঠিয়ে দেন। এদিকে আজ মঙ্গলবার সকালে হুসাইনের অবস্থা খারাপ হলে মাগুরা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোসনা করেন । এ দিকে ড্রাইভার দুলালের ছেলের মৃত্যুর খবর শুনে মাগুরা সিভিল সার্জন শহিদুল্লাহ দেওয়ান তাৎক্ষনিক দুলালের বাড়িতে ছুটে যান। শান্তনা দিতে ছুটে যান শালিখা মহম্মদপুর ¤্রীপুর উপজেলা স্বাস্থ্যকর্মকর্তাগন।