মাগুরা বিশেষ প্রতিনিধি\ মাগুরায় পুলিশ বিশেষ ক্ষমতা আইনে ১৯৭৪ সালের গত আগষ্ট ২/৮/২৩ তারিখে ৪৮ জনকে আসামী করে পুলিশের দায়ের করা বিস্ফোরক আইন এবং ১৯৭৪ সালের ১৫(৩),২৫(ঘ) মামলায় রত্রে ১০জন কে গ্রেফতার করেন। বাদী পুলিশের এস আই সাব্বির আহম্মেদ। অজ্ঞাতনামা ২৫০ আসামী করেন। ৩ তারিখে মাগুরা কোর্টে চালান দেন । ঐ দিনই মামলাটি রজ্জু করেন। রবিবার ৫জনের রিমান্ডের শুনানী আজ ১৩ই আগষ্ট রবিবার শুনানীতে ৪ জনের রিমান্ডের আবেদন মনজুর হয় বাকি ১ জন গোলাম মস্তফা কাজি নামে জেল গেটে ২ দিনের জিগাসাবাদদেও আদেশ হয় । ৪জন রিমান্ড পাওয়া ব্যাক্তি হচ্ছেন,ফয়সাল রুমন,আসাদুজ্জামান.ধলা মিয়া ,গোলাম মস্তফা,শরিফুল ইসলাম । দীর্ঘক্ষণ আসামী ও রাষ্ট্রে পক্ষের শুনানী হয় । ম্যাজিস্টেট বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল আদালত হুমাউন কবীর এ আদেশ দেন। ১ জনের জেল গেটে জিগাসাবাদ ও ৪ জনের ১ দিনের রিমান্ড মনবজুর করেন ।
মাগুরায় পুলিশের বিশেষ ক্ষমতা আইনে অজ্ঞাতনামা ২৫০ আসামীর ৫জনের রিমান্ড
মাগুরা বিশেষ প্রতিনিধি\ মাগুরায় পুলিশ বিশেষ ক্ষমতা আইনে ১৯৭৪ সালের গত আগষ্ট ২/৮/২৩ তারিখে ৪৮ জনকে আসামী করে পুলিশের দায়ের করা বিস্ফোরক আইন এবং ১৯৭৪ সালের ১৫(৩),২৫(ঘ) মামলায় রত্রে ১০জন কে গ্রেফতার করেন। বাদী পুলিশের এস আই সাব্বির আহম্মেদ। অজ্ঞাতনামা ২৫০ আসামী করেন। ৩ তারিখে মাগুরা কোর্টে চালান দেন । ঐ দিনই মামলাটি রজ্জু করেন। রবিবার ৫জনের রিমান্ডের শুনানী আজ ১৩ই আগষ্ট রবিবার শুনানীতে ৪ জনের রিমান্ডের আবেদন মনজুর হয় বাকি ১ জন গোলাম মস্তফা কাজি নামে জেল গেটে ২ দিনের জিগাসাবাদদেও আদেশ হয় । ৪জন রিমান্ড পাওয়া ব্যাক্তি হচ্ছেন,ফয়সাল রুমন,আসাদুজ্জামান.ধলা মিয়া ,গোলাম মস্তফা,শরিফুল ইসলাম । দীর্ঘক্ষণ আসামী ও রাষ্ট্রে পক্ষের শুনানী হয় । ম্যাজিস্টেট বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল আদালত হুমাউন কবীর এ আদেশ দেন। ১ জনের জেল গেটে জিগাসাবাদ ও ৪ জনের ১ দিনের রিমান্ড মনবজুর করেন ।