• Mon. Dec 23rd, 2024

Basic News24.com

আমরা সত্য প্রকাশে আপোষহীন

মাগুরায় পুলিশের বিশেষ ক্ষমতা আইনে অজ্ঞাতনামা ২৫০ আসামীর ৫জনের রিমান্ড

Bybasicnews

Aug 14, 2023

মাগুরা বিশেষ প্রতিনিধি\ মাগুরায় পুলিশ বিশেষ ক্ষমতা আইনে ১৯৭৪ সালের গত আগষ্ট ২/৮/২৩ তারিখে ৪৮ জনকে আসামী করে পুলিশের দায়ের করা বিস্ফোরক আইন এবং ১৯৭৪ সালের ১৫(৩),২৫(ঘ) মামলায় রত্রে ১০জন কে গ্রেফতার করেন। বাদী পুলিশের এস আই সাব্বির আহম্মেদ। অজ্ঞাতনামা ২৫০ আসামী করেন। ৩ তারিখে মাগুরা কোর্টে চালান দেন । ঐ দিনই মামলাটি রজ্জু করেন। রবিবার ৫জনের রিমান্ডের শুনানী আজ ১৩ই আগষ্ট রবিবার শুনানীতে ৪ জনের রিমান্ডের আবেদন মনজুর হয় বাকি ১ জন গোলাম মস্তফা কাজি নামে জেল গেটে ২ দিনের জিগাসাবাদদেও আদেশ হয় । ৪জন রিমান্ড পাওয়া ব্যাক্তি হচ্ছেন,ফয়সাল রুমন,আসাদুজ্জামান.ধলা মিয়া ,গোলাম মস্তফা,শরিফুল ইসলাম । দীর্ঘক্ষণ আসামী ও রাষ্ট্রে পক্ষের শুনানী হয় । ম্যাজিস্টেট বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল আদালত হুমাউন কবীর এ আদেশ দেন। ১ জনের জেল গেটে জিগাসাবাদ ও ৪ জনের ১ দিনের রিমান্ড মনবজুর করেন ।
মাগুরায় পুলিশের বিশেষ ক্ষমতা আইনে অজ্ঞাতনামা ২৫০ আসামীর ৫জনের রিমান্ড
মাগুরা বিশেষ প্রতিনিধি\ মাগুরায় পুলিশ বিশেষ ক্ষমতা আইনে ১৯৭৪ সালের গত আগষ্ট ২/৮/২৩ তারিখে ৪৮ জনকে আসামী করে পুলিশের দায়ের করা বিস্ফোরক আইন এবং ১৯৭৪ সালের ১৫(৩),২৫(ঘ) মামলায় রত্রে ১০জন কে গ্রেফতার করেন। বাদী পুলিশের এস আই সাব্বির আহম্মেদ। অজ্ঞাতনামা ২৫০ আসামী করেন। ৩ তারিখে মাগুরা কোর্টে চালান দেন । ঐ দিনই মামলাটি রজ্জু করেন। রবিবার ৫জনের রিমান্ডের শুনানী আজ ১৩ই আগষ্ট রবিবার শুনানীতে ৪ জনের রিমান্ডের আবেদন মনজুর হয় বাকি ১ জন গোলাম মস্তফা কাজি নামে জেল গেটে ২ দিনের জিগাসাবাদদেও আদেশ হয় । ৪জন রিমান্ড পাওয়া ব্যাক্তি হচ্ছেন,ফয়সাল রুমন,আসাদুজ্জামান.ধলা মিয়া ,গোলাম মস্তফা,শরিফুল ইসলাম । দীর্ঘক্ষণ আসামী ও রাষ্ট্রে পক্ষের শুনানী হয় । ম্যাজিস্টেট বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল আদালত হুমাউন কবীর এ আদেশ দেন। ১ জনের জেল গেটে জিগাসাবাদ ও ৪ জনের ১ দিনের রিমান্ড মনবজুর করেন ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *