মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই অনুশাসন প্রতিপালনে জেলা প্রশাসন, মাগুরার উদ্যোগে ও কৃষি বিভাগের সহযোগিতায় মাগুরা জেলায় ইট ভাটার অব্যবহৃত জমি চাষাবাদের আওতায় নিয়ে আসা হচ্ছে।
জেলা প্রশাসক, মাগুরা জনাব মোহাম্মদ আবু নাসের বেগ গত ১৪ আগস্ট, ২০২৩ তারিখে শ্রীপুর উপজেলার এমন ধরনের ইট ভাটা সরেজমিনে পরিদর্শন করেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন জনাব কমলেশ মজুমদার, উপজেলা নির্বাহী অফিসার, শ্রীপুর, মাগুরা; জনাব শ্যামানন্দ কুন্ডু, সহকারী কমিশনার (ভূমি), শ্রীপুর, মাগুরা; জনাব হুমাউনুর রশিদ মুহিত, চেয়ারম্যান, নাকোল ইউনিয়ন পরিষদ, শ্রীপুর, মাগুরা প্রমুখ।
মাগুরা জেলায় ইট ভাটাসমূহে মোট জমি রয়েছে ১৮১.৫ হেক্টর। এর মধ্যে চাষযোগ্য জমি রয়েছে প্রায় ১৬৯ হেক্টর। এই ১৬৯ হেক্টর জমির মধ্যে এ বছর মোট ৮৩ হেক্টর জমিকে চাষের আওতায় নিয়ে আসা হয়েছে। ধানের পাশাপাশি এসব জমিতে সবজি উৎপাদনেও কৃষকরা আগ্রহী হচ্ছেন।
জেলা প্রশাসন, মাগুরা আশা করে যে, অদূর ভবিষ্যতে মাগুরা জেলার সবকয়টি ইট ভাটার অব্যবহৃত চাষযোগ্য জমি চাষের আওতায় নিয়ে আসা হবে। জেলা প্রশাসক, মাগুরা এ বিষয়ে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেছেন।
# মিডিয়া সেল
জেলা প্রশাসকের কার্যালয়, মাগুরা।