মাগুরা প্রতিনিধি : মাগুরা শ্রীপুরের টুপিপাড়া শাহ আব্দুল গাফফার ও সুফিয়া খাতুন এতিমখানা জামে মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।২৫ আগস্ট শুক্রবার সকালে প্রতিষ্ঠানেরহ প্রতিষ্ঠাতা ও শ্রীকোল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কুতুবুল্লাহ হোসেন মিয়া কুটি ১৩ শতাংশ জমির উপর ৪তলা ফাউন্ডেশন বিশিষ্ট জামে মসজিদের ভিত্তি প্রস্তর আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করেনএ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন শাহ আব্দুল গাফফার ও সুফিয়া খাতুন হেফজখানা ও এতিমখানা মাদ্রাসার সভাপতি আতাউল বারী হিরু, পরিচালক ও খামারপাড়া আলিম মাদ্রাসার সাবেক অধ্যক্ষ বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ মাওলানা মোঃ শফিকুর রহমান, খামারপাড়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোঃ কাওসার উদ্দিন, বিশিষ্ট সমাজ সেবক বীর মুক্তিযোদ্ধা সর্দার গোলাম মোস্তফা, জেলা জীব বৈচিত্র্য ও বন্য প্রাণী সংরক্ষণ কমিটির সভাপতি সাংবাদিক মোঃ সাইফুল্লাহ, শ্রীকোল মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আব্দুল আজিজ, টুপিপাড়া জামে মসজিদের পেশ ইমাম আলহাজ্ব মাওলানা আব্দুস সবুর মিয়া, খামারপাড়া গোরস্থান মোড় বাইতুন নূর জামে মসজিদের পেশ ইমাম বীর মুক্তিযোদ্ধা খোন্দকার আবু সাইদ, ইউপি সদস্য মিয়া ওহিদুল ইসলাম, কাজী আমিরুল ইসলাম, খামার পাড়া সর্দারপাড়া জামে মসজিদের পেশ ইমাম কাজী হবিবর রহমান, শ্রীপুর উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মোঃ জিহাদ মিয়াসহ আরো অনেকে।
অনুষ্ঠানে ইমাম, জনপ্রতিনিধি, সাংবাদিক, বীর মুক্তিযোদ্ধা, শিক্ষকসহ এলাকার কয়েকশত ধর্মপ্রান মানুষ উপস্থিত ছিলেন। উদ্বোধন শেষে আলহাজ্ব মাওলানা আব্দুস সবুর মিয়ার পরিচালনায় অনুষ্ঠিত হয় বিশেষ দোয়া মাহফিল।