মাগুরা প্রতিনিধি॥ মাগুরা ২৫০ সয্যা হাসপাতালের বহু আলোচিত সমালেচিত সিভিল সার্জন আলহাজ¦ শহিদুল্লাহ দেওয়ান শেষ মেষ বদলী হয়েছেন পাবনায়। তিনি খুটির জোর দেখিয়ে দীর্ঘ দিন অবৈধ ডায়াগনিষ্ট,ক্লিনিক,ফার্মেসীসহ ও গ্রাম ডাক্তার সার্টিফিকেট বানিজ্যর অপরাধে বদলী করা হয়েছে।এছাড়া তার বিরুদ্ধে ডাক্তার,নার্সকে কু প্রস্তাবসহ নানা অপরাধে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছিল। মন্ত্রনালয়ের তদবীরে তিনি সব কিছুই ম্যানেজ করে চলতেন ।শেষ মেষ গতকাল ১০ই সেপ্টেম্বর ২০২৩ রবিবার ছিল সিভিল সার্জন শহিদুল্লাহ দেওয়ানের বিদায়। আজ ১১ই সেপ্টেম্বর সোমবার বেলা দেড়টার দিকে নবাগত সিভিল সার্জন যোগদান করেছেন। তার কিছুক্ষণ আগেই দেড়টার দিকে হাসপাতালের সামনে মটর সাইকেল ও গোলেডন পরিবহনের সাথে ধাক্কা লেগে আনোয়ার হোসেন(৫০) ও রোকেয়া বেগম (৭০) নামে এক পথচারী নিহত হন।আনোয়ার হোসেন আঠারখাদা গ্রামের ময়েন উদ্দিনের ছেলে। রোকেয়া ভায়না এলাকায় ভিক্ষুক হিসাবে বস্তিতে বসবাস বরতেন। মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সেকেন্দার আলী জানান,দুর্ঘটনার পর বাসটিকে আটক করা হয়েছে। এছাড়া লাশ ২টিকে মর্গে রাখো হয়ছে।