আকরাম হোসেন ইকরাম মাগুরা থেকে॥ মাগুরায় পুলিশের বিশেষ ক্ষমতা ১৯৭৪ সালের আইনে গত ১মাস ৭দিন পর জামিনে মুক্তি পান বিএনপি জামাতের ১০ নেতাকর্মী। গত ২৭ শে আগষ্ট মুক্তি পেয়েও আবার নামের ভুল থাকার অভিযোগে তাদের পর সোমবার মাক্ত পান। জেল গেট থেকে নেতাকর্মীরা ফুলের মালা বরণ করিয়ে তাদের বিভিন্ন স্লোগান দেন।এসময় ১০ েেনতা কর্মীর মধ্যে যুবদলের সাধারন সম্পাদক রাজা মিয়া বক্তব্য রাখেন,সরকার জেল জুলুম করে অন্যাভাবে আমাদের নেতাকর্মীদের হয়রানী করেছে।এছাড়া জামাত নেতা আছাদুজ্জামান জানান আল্লাহর কাছে ছাড়া মানুষের কাছে মাথা নত করিনা। তিনি সৃষ্টি করেছেন একদিন চলে যাবো তার কাছে আবার ফিরে। তিনি দৃঢ়তার সাথে ঈমানের সাথে সকল ষঢ়যন্দ্র ভয় না পেয়ে মোকাবেলা করার আহবান জানান।এ মামলায় ১৫(৩)২৫(ঘ) ধারায় ২৫০ অজ্ঞাত ৪৮জনকে আসামী করে ১০ জনকে গ্রেফতার করে ৩ রা আগষ্ট চালান দেন।মামলার তদন্তকারী অফিসার এসআই সাব্বির আহম্মেদ।তিনি ৫ জনকে রিমান্ড চান। ১৩ই আগষ্ট রবিবার রিমান্ডের সুনানী ৪ জনের রিমান্ড আবেদন হয় বাকি ১জনের গোলাম মস্তফাকে জেল গেটে জিগ্যাসাবাদ করেন। ৪ জন রিমান্ড পাওয়্ ব্যাক্তি হচ্ছেন,ফয়সাল রুমন,আছাদুজ্জামান,ধলা মিয়া,গোলাম মস্তফা শরিফুল ইসলাম।বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল আদালত হুমাউন কবীর এ আদেশ দেন।মাগুরার বিএনপি জামাত পন্থী আইনজীবীরা রাজনৈতিকভাবে মোকাবেলা করে জেলগেটে উপস্থিত হয়ে তাদের শুভেচ্ছা জানান।