মাগুরা সংবাদদাতা: বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলাদল মাগুরা জেলা শাখা কর্তৃক দলের ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়। মাগুরা পুলিশের বাধা ও হুমকি উপেক্ষা করে মাগুরা মহিলা দলের নেতা কর্মীরা আজ ১১ সেপ্টেম্বর সোমবার সকালে মাগুরার পারনান্দুয়ালী বাসস্টান্ডে জড়ো হন এবং সংক্ষিপ্তভাবে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করেন। এর আগে দুই বার মাগুরা বিএনপির ইসলামপুর পাড়াস্থ কার্যালয়ে দোয়া মাহফিল ও আলোচনাসভার অনুষ্ঠান করার জন্য প্রশাসন বরাবর অনুমতির জন্য আবেদন করা হলেও অনুমতি দেওয়া হয়নি। আজকের কর্মসূচি থেকে নেতাকর্মীরা অবিলম্বে এই সরকারকে পদত্যাগ করে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর ও বাংলাদেশের গণতন্ত্রের আলোর দিশারী বেগম খালেদা জিয়ার সুচিকিৎসার দাবি জানান। প্রতিষ্ঠা বার্ষিকীর এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাগুরা মহিলা দলের সভানেত্রী আম্বিয়া কুলসুম উর্মি, সাংগঠনিক সম্পাদক জেসমিন স্মৃতি তাপস, প্রচার সম্পাদক শিরিন পারভীন , পরিবার পরিকল্পনা বিষয়ক সম্পাদক জোস্না, এছাড়া অন্যান্য সদস্য সাবেক কাউন্সিলার হাওয়া, জান্নাতুল ফেরদৌস সহ অনেকে উপস্থিত ছিলেন।