• Thu. Dec 26th, 2024

Basic News24.com

আমরা সত্য প্রকাশে আপোষহীন

মাগুরায় বহু বিতর্কীত সিভিল সার্জন ডাঃ শহিদুল্লাহর বিদায় নবাগত ডাঃ শামিম কবীরের যোগদানে ফুলেল শুভেচ্ছা

Bybasicnews

Sep 14, 2023

মাগুরা প্রতিনিধি॥ বহু বিতর্র্র্কিত মাগুরা সিভিল সার্জন ডাঃ শহিদুল্লাহ দেওয়ান শেষ মেষ বদলী হয়েছেন পাবনায়। সোমবার বেলা দেড়টায় নবাগত সিভিল সার্জন ডাঃ শামীম কবীর যোগদান করেন। এদিকে নতুন সিভিল সার্জন ডাঃ শামিম কবীরকে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে সৌজন্যসহ ফুলেল শুভেচ্ছা জানান। এ পর্জন্ত সিভিল সার্জনের সাথে মাগুরার সুশীল সমাজ রাজণীতিবিধ,ও গনমাধ্যম কর্মীদের তিনি এড়িয়ে চলতেন।১৩ইসেপ্টেম্বর বুধবার সন্ধ্যায় মাগুরা বেসরকারি ডাক্তার সার্জনদের একটি প্রতিনিধি দল নবাগত সিএসকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। বেসরকারি সার্জন ডাক্তার এসোসিয়েশনের ডাক্তার আব্দুল মান্নান.ডাঃ মাসুদুল হক.ডা অমরেন্দ্র নাথ দেউড়ি,ডাক্তার দিলারা আকবর লাবনী,ও ডাঃ পাভেল উপস্থিত সৌজন্য সাক্ষাত শেষে ফুলেল শুভেচ্ছা জানান। বিদায়ী সিভিল সার্জনের বিরুদ্ধে বিভিন্ন গনমাধ্যমে অপকর্মের খবর ছাড়াও দুর্নীতি সার্টিফিকেট বানিজ্য ও অবৈধ্য ক্লিনিক ডায়াগনিষ্ট কালো টাকা দিয়ে দুর্ণীতি করার অপরাধে জড়িত প্রমান থাকার দায়ে পাবনায় বদলী হয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *