• Fri. Jan 3rd, 2025

Basic News24.com

আমরা সত্য প্রকাশে আপোষহীন

বুনাগাতী গ্রামের হাসান মোল্লার বাড়িতে সন্ত্রাসী কায়দায় হামলার অভিযোগ  ,

Bybasicnews

Sep 15, 2023

মাগুরা প্রতিনিধি : মাগুরার শালিখা উপজেলার বুনাগাতী ইউনিয়নের বুনাগাতী গ্রামে হাসান মোল্লার বাড়িতে সন্ত্রাসী কায়দায় হামলা চালিয়েছে দূর্বৃত্তরা।  সরেজমিনে গত বুধবার ১৩ সেপ্টেম্বর বিকাল ৫.৩০ টার সময় হাসান মোল্লার বাড়িতে গেলে এই হামলার প্রকৃত সত্য ঘটনা জানা যায়। বুনাগাতী গ্রামের মশিয়ার মোল্লার পুত্র হাসান মোল্লা (৪২) বলেন, গত শুক্রবার ৮ সেপ্টেম্বর অনুমান ৪.৩০ টার সময় বুনাগাতী বটতলা বাজারে তাইজেল মোল্লার চায়ের দোকানে আমার দুই ভাই ফারুক হোসেন (৩৫), পিং- আমীর হোসেন ও রুমান মোল্লা (৩২), পিং- ইছাক মোল্লা বসে ছিলো। আমি তাইজেলের দোকানে আশার সময় হঠাৎ করে ৬ জন লোক দুই ভাইয়ের অতকিত হাতুড়ি দিয়ে আঘাত এবং কিল-ঘুষি-লাথি ও লাঠি দিয়ে মারতে থাকে। প্রথমে এসেছিলো বুনাগাতী গ্রামের সালাম মোল্লার পুত্র আনিস মোল্লা (৩৫), শফী উদ্দিনের পুত্র সাহাবুর মোল্লা (৪৫), ফুল মিয়ার পুত্র মন্টু লস্কার (৪৫), মুক্তার লস্কার (৫৫), সাঈদ মোল্লার পুত্র ইমদাদুল মোল্লা (৩০), আক্তারের পুত্র ইতার আলী (৪০)। এসময় আমি দ্রুত প্রাণ বাঁচাতে সরে পড়ি। তিনি আরও বলেন আদালতে হাজির হয়ে আগামী ২৪ সেপ্টেম্বর ২০২৩ তারিখে অপহরণ মামলার সাক্ষী দেওয়া যাবে না এজন্য তারা আমাদের উপর সন্ত্রাসী কায়দায় হামলা করছে।  যার অপহরণ মামলা নং-০৪ ধারা ৭/৯(১)৩০ তারিখ ৪ সেপ্টেম্বর ২০২১ সাল।  এরপর অনুমান ৫.৩০ টার সময় হাসান মোল্লাদের বাড়িতে সন্ত্রাসী কায়দায় হামলা চালায় দূর্বৃত্তরা। রিপনা রহমান (৩৮) জানান, আমার ভাই হাসান মোল্লা শালিখা উপজেলার আওয়ামী মৎস্যজীবী লীগের সদস্য। তিনি বলেন বুনাগাতী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বক্তিয়ার লস্কারের দলীয় লোকজন সন্ত্রাসী কায়দায় লাঠি, কাঠ কাটা কুরাল, হাতুড়, দেশীয় অস্ত্র নিয়ে বাড়িতে হামলা চালায় ও ইটপাটকেল নিক্ষেপ করে। এসময় উপস্থিত ছিলো, বুনাগাতী গ্রামের সালাম মোল্লার পুত্র আনিস মোল্লা (৪০), শফী উদ্দিন মোল্লার পুত্র শাহাবুর মোল্লা (৪৫), ফুল মিয়া লস্কারের পুত্র মন্টু লস্কার, মুজিবর শেখের পুত্র জামাল শেখ (২৫), হাফিজারের পুত্র রবিউল (৩০), আফজালের পুত্র নুর ইসলাম (৫০), আজিজুলের পুত্র রাকিব (২৫), সাঈদ বিশ্বাসের পুত্র মাহাবুর (৪৫), আখের বিশ্বাসের পুত্র হৃদয় (২০), মন্টু শেখের পুত্র রিফাত (১৮), আকরামের পুত্র জাহাঙ্গীর (৩৫), সব্দুল বিশ্বাসের পুত্র শহর আলী (৪৫), আজীত শেখের পুত্র শরীফুল (৪০), মুজিবর (৫০), সাঈদ মোল্লার পুত্র ইমদাদুল (৩০), শহর বিশ্বাসের পুত্র রফিকুল (৪০), আশরাফ বিশ্বাসের পুত্র আখের আলী (৪৫), রউফ মোল্লার পুত্র নাঈম (২৫), মাহাবুরের পুত্র মেহেদী (২৮), জব্বার মোল্লার পুত্র কাছেদ (৩৫), আমজেদের পুত্র মঞ্জুর (৪০), শফী উদ্দিনের পুত্র মাহাবুর (৪৫), আকবর শেখের পুত্র আলীম (৪০), আকরাম বিশ্বাসের পুত্র সেলিম (২৫), আকবর শেখের পুত্র রাজ্জাক (৪০), রমজান (২৫), এবং হাফিজার সহ আরও অজ্ঞাত অর্ধশতাধিক লোকজন এসে ছিলো।  ৬ নং বুনাগাতী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ বক্তিয়ার লস্কার মুঠোফোনে জানান, লোকজন কোন হামলা করে নাই, এটা তাদের পারিবারিক বিষয়। চাচাতো ভাইদের সাথে জমি নিয়ে বিরোধ বা ঝামেলা হাসান মোল্লাদের সাথে। রিপনার সাথে চাচাতো ভাইদের সাথে জমি নিয়ে বিরোধ। চাচাতো ভাইদের কিছু লোকজন গিয়ে ছিলো ওখানে লাঠি নিয়ে। হাসান মোল্লারাও রাম দা বের করে ছিলো। শালিখা থানার ওসি এসে ঘটনার আগের দিন শালিস হয়, শালিসের মধ্যে উভয়পক্ষের মধ্যে চরম উত্তেজনার সৃষ্টি হয়ে ছিলো। আনিস মোল্লার সাথে তাদের বিরোধ। তিনি আরও বলেন আমি অত্র ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কোন সন্ত্রাসী এবং খারাপ লোকজনের স্থান আমার কাছে নাই।  এদিকে ভুক্তভোগী পরিবার জানান, দূর্বৃত্তদের বিরুদ্ধে পূর্বের একটা মামলা চলমান এবং বর্তমান হামলার মামলার প্রস্তুতি প্রক্রিয়াধীন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *