• Sun. Dec 22nd, 2024

Basic News24.com

আমরা সত্য প্রকাশে আপোষহীন

মাগুরা শালিখা প্রেসক্লাবের সেক্রেটারী নওয়াব আলীকে প্রশিক্ষণ সনদে পুরষ্কার প্রদান

Bybasicnews

Sep 21, 2023
মাগুরা প্রতিনিধি  সমাজকল্যান মূলক কার্যক্রমে সম্পৃক্ত সংগঠনের ব্যবস্থাপনা ও কর্মীদের দক্ষতা উন্নয়ন শীর্ষক ৫ দিন ব্যাপি প্রশিক্ষণের প্রদান অনুষ্ঠান বৃহস্পতিবার বিকাল ৫টায় শেষ হয়েছে।
বাংলাদেশ জাতীয় সমাজ কল্যাণ পরিষদের প্রধান কার্যালয়ে রবিবার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের সচিব মোঃ জাহাঙ্গীর আলম।সমাপনী অনুষ্ঠানে তিনি ভার্চুয়ালী যুক্ত হয়ে প্রশিক্ষণার্থীদের কাছ থেকে প্রশিক্ষণ সংক্রান্ত মতামত নেন।সকলকে তিনি স্মার্ট ও উন্নত দেশ গঠনের জন্য ঐক্যবদ্ধ ভাবে কাজ করার পরামর্শ দেন।
সমাপনী অনুষ্ঠানের প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় সমাজ কল্যাণ পরিষদের নির্বাহী সচিব(যুগ্মসচিব) মোঃ শাহিদুল ইসলাম।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বাজাসপ এর অতিরিক্ত পরিচালক মোঃ মুখলেসুর রহমান।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাজাসপ এর উপপরিচালক প্রশাসন ভবেন্দ্র নাথ বাড়ৈ,উপপরিচালক মূল্যায়ন ফারহানা আক্তার।
অনুষ্ঠানে গান পরিবেশেন করেন সুনামগঞ্জের নিক্সন তালুকদার ও মাগুরার দিলারা বেগম।
কবিতা আবৃত্তি করেন কিশোরগঞ্জের আব্দুল্লাহ আল মামুন।
মতামত উপাস্থাপন করেন বরিশালের তপন কুমার দাস ও ঢাকার শিউলি আক্তার।
এ প্রশিক্ষণে দেশের ২০ জেলা থেকে ৪০ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেন।প্রশিক্ষণ শেষে তাদের প্রশিক্ষণ সনদ ও তিন জনকে পুরস্কৃত করা হয়।
উদ্বোধন,প্রশিক্ষণ ও সমাপনী অনুষ্ঠানের সার্বিক পরিচালনা করেন বাজাসপ এর প্রশিক্ষণ কর্মকর্তা মো ঃ হারুনার রশিদ ও প্রশাসনিক কর্মকর্তা অনিল কুমার মন্ডল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *