মাগুরার রিয়াজের ফেসবুক আইডি হ্যাক হওয়ায় থানায় অভিযোগ স্টাফ রিপোর্টার : মাগুরা সদর উপজেলার মঘী ইউনিয়নের আন্দোলবাড়িয়া গ্রামের আলতাব মন্ডলের পুত্র মোঃ রিয়াজ (১৬) মাগুরা সদর থানায় সাধারণ ডায়েরী করে অভিযোগ দায়ের করেছে। গত ২০ আগস্ট ২০২৩ তারিখে তার নিজস্ব ফেসবুক আইডি তার নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। যাহার ফেসবুক আইডি Md Riaz Moni, সিম নম্বর ০১৮৫৯০১৮২৯৪, ইমেইল নম্বর- riazmoni2001@gmail.com। বর্তমানে রিয়াজের ফেসবুক আইডি হ্যাককারিরা ১৫ সেপ্টেম্বর তারিখে এলাকার ছেলে ও মেয়ের আপত্তিকর একটা ছবি পোস্ট করে, যা তার জীবনের জন্য হুমকি ও ক্ষয়ক্ষতি হতে পারে বলে আশংকা রয়েছে। শুক্রবার ২২ সেপ্টেম্বর রাত অনুমান ৯ টার সময় রিয়াজ জানান, এলাকার একটা কুচক্রী মহল অথবা বড় ধরনের চিটিংবাজ লোক আমার ফেসবুক আইডি হ্যাক করে, আমার ফেসবুক আইডিতে আপত্তিকর ছবি পোস্ট করেছে। এটা নিয়ে আমি ও আমার পরিবার খুবই আতংকিত অবস্থায় আছি। তাই আমি পুলিশের কাছে আমার মানসম্মান যাতে ক্ষুন্ন না হয় সেজন্য তাদের সাহায্য, জীবনের নিরাপত্তা ও সহযোগিতা কামনা করে, প্রকৃত দোষী কুচক্রী মহলের হ্যাককারীকে আইনের আওতায় নিয়ে এসে সঠিক বিচার ও শাস্তি দাবি জানাই।