“”””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””
নওয়াব আলী মাগুরাঃ
প্রধান শিক্ষক অনিমা রাণী রায় এর অবসর জনিত বিদায় অনুষ্ঠান ৩০ সেপ্টেম্বর শনিবার সকাল ১১টায় শালিখার নালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন প্রনব কুমার বিশ্বাস।
বিদায়ী প্রধান শিক্ষকের বিদায়ী বক্তব্যে জীবনের কথা তুলে ধরেন।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন
বুনাগাতী ডিগ্রী কলেজে ইংরেজী শিক্ষক অমিও রঞ্জব বিশ্বাস,অবসর প্রাপ্ত প্রধান শিক্ষক হারুন অর রশিদ,সীমাখালী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শালিখা উপজেলা প্রথমিক শিক্ষক সমিতির সভাপতি অরুন চক্রবর্তী,বুনাগাতী মাধ্যমিক বিদ্যালয়ের(অ:) সহকারী শিক্ষক পশুপতি মজুমদার,
শালিখা উপজেলা প্রথমিক শিক্ষক কল্যাণ সমিতির সভাপতি মফিজুর রহমান,দিপক বিশ্বাস নড়াইল,বুনাগাতী সরকারি প্রথমিক বিদ্যালয়ের প্রধান নাজমুন নাহার, বাউলিয়া হাই স্কুলের অবসর প্রাপ্ত সহকারী শিক্ষক শিবুপদ হালদার,প্রধান শিক্ষক ওবায়দুর রহমান শিকদার প্রমুখ।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন শিক্ষার্থী জুই বিশ্বাস, রাজ বিশ্বাস প্রমুখ।
মানপত্র পাঠ করেন স্কুলের সহকারী শিক্ষক শিপলা সরকার।
অনুষ্ঠানের সঞ্চালনা করেন বাকল বাড়ীয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কৃষ্ণ পদ বিশ্বাস।