মাগুরা প্রতিনিধি॥ মাগুরা শ্রীপুর উপজেলার চরতখলপুর গ্রামে একটি নিরিহ পরিবারের উপর প্রভাবশালী মহল বাড়ি ঘর ভাঙ্গার অভিযোগ উঠেছে। নিরিহ সাহেব আলী জোয়ার্দার অভিযোগে জানান,আমার ৪ শতক কেনা সম্পত্তির উপর বাড়ি। সাবেক আব্দুর রউফ মেম্বারের ক্ষমতার বলে নায়েব আলী জোয়ার্দার প্রভাবশালীদের নিয়ে ১লা সেপ্টেম্বর রবিবার বেলা সাড়ে ১২টার দিকে আমার বসত ঘরবাড়ি ভেঙ্গে ফেলে। টিনের ঘরের চাল, টিন ও খুটিগুলো ভেঙ্গে ফেলেছে এবং অকথ্য ভাষায় গালিগালাজ করেছে। ভুক্তভুগি পরিবার জানান এ নিয়ে আমার ঘর ৪/৫বার ভাঙ্গা হল।স্থানী ঐ গ্রামের বাহারুল নামে একজন জানান,এরা মুলত সৎ ভাই দুজন। এদের সালিশ স্থানীয় জন প্রতিনিধিরা কয়েকবার করেছে। কিন্ত বার বার নায়েবের বিরুদ্ধে ঘর ভাঙ্গার অভিযোগ ওঠে, শেষে কোন সমাধান হয়না। এদিকে এ বিষয়ে স্থানীয় মেম্বার মকবুল হোসেন জানান,নায়েব আলী জোয়ার্দার কারো কোন কথা শোনেনা । সে আইনের কোন তোয়াক্কা করেনা।স্থানীয় মাতব্বর ও মেম্বারদের বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে বার বার ঘর ভাঙ্গে। মুলত আমরা জানি সাহেব আলী জোয়ার্দারের কেনা সম্পত্তির উপর নায়েব আলী জোয়ার্দার মিথ্যা ভাগ বাটোয়ার কথা বলে এ ভাঙ্গার উৎপত্তি। এ বিষয়ে অভিযুক্ত নায়েব আলীর মা মমতাজ বেগম সব অস্বীকার করে বলেন এটা জমিজমার ব্যাপার এর মীমাংসা কোনো পুলিশ বা সাংবাদিকের কাজ না। তিনি সাংবাদিকদের সামনেই সাহেব আলীকে হুমকি দেন যে ভাঙ্গবো পারলে ঠেকাস। সাহেব আলী জোয়ার্দার প্রশাসনের কাছে এর সুষ্ট বিচার দাবী করেন।