• Wed. Jan 15th, 2025

Basic News24.com

আমরা সত্য প্রকাশে আপোষহীন

মাগুরা আদালত ভবন উদ্বোধন শেষে কাটাখালীর জনসভায় বিএনপির মুখে গনতন্ত্র শুনলে বান্দরেও হাসে- এ্যাড আনিসুল হক

Bybasicnews

Oct 12, 2023

আকরাম হোসেন ইকরাম মাগুরা পৌর প্রতিনিধি॥: মাগুরা জেলায় নবনির্মিত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবনের শুভ উদ্বোধন করেন আইন মন্ত্রী আনিসুল হক। বৃহস্পতিবার ১২ অক্টোবর বেলা ১১.৩০ টার সময় নবনির্মিত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবনের চত্বর প্রাঙ্গনে গণপূর্ত অধিদপ্তরের বাস্তবায়নে এবং প্রত্যাশী সংস্থা- আইন ও বিচার বিভাগ আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়। নবনির্মিত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, আইন ও বিচার বিভাগ, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় মাননীয় সচিব মোঃ গোলাম সারওয়ার।  অনুষ্ঠানে প্রধান অতিথির আসনে উপস্থিত ছিলেন, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার মাননীয় মন্ত্রী আনিসুল হক এমপি।  অনুষ্ঠানে বিশেষ অতিথির আসনে উপস্থিত ছিলেন, মাগুরা-১ সংসদ সদস্য আলহাজ্ব এ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর এমপি, মাগুরা-২ সংসদ সদস্য ডঃ শ্রী বীরেন শিকদার এমপি, বাংলাদেশের ৬৪ টি জেলা সদরে চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবন নির্মাণ প্রকল্প (১ম পর্যায়) প্রধান সমন্বয়ক (যুগ্ম সচিব) বিকাশ কুমার সাহা, মাগুরা সিনিয়র জেলা ও দায়রা জজ অমিত কুমার দে, মাগুরা জেলা প্রশাসক মোহাম্মদ আবু নাসের বেগ, মাগুরা চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমান, মাগুরা পুলিশ সুপার (পিপিএম বার) মোঃ মশিউদ্দৌলা রেজা, মাগুরা জেলা আওয়ামীলীগের সভাপতি আ.ফ.ম আব্দুল ফাত্তাহ, মাগুরা জেলা পরিষদ চেয়ারম্যান পঙ্কজ কুমার কুন্ডু, খুলনা গণপূর্ত জোন খুলনা অতিরিক্ত প্রধান প্রকৌশলী আবুল কাশেম মোঃ শাহজালাল মজুমদার, মাগুরা জেলা আইনজীবী সমিতির সভাপতি এ্যাডভোকেট মোঃ শফিকুল ইসলাম বাবলু।  অনুষ্ঠানে প্রধান অতিথি আইন মন্ত্রী আনিসুল হক এমপি বলেন, বিএনপি-জামায়াত ২৬ বছর সরকার ক্ষমতায় ছিলো তারা বাংলাদেশকে পিছন দিকে নেওয়া ছাড়াতো সামনের দিকে নেয়নি, কিছু উন্নয়নতো ওরা করতে পারতো সেটা করে নাই। বঙ্গবন্ধু কন্যা জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলার জনগণকে ভালোবাসেন। আর বিএনপি ও জাতীয় পার্টি তারা হচ্ছে বাংলাদেশকে লুটপাট করতে ভালোবাসে এর মধ্যে কিন্তু বিরাট ফারাক। তাই আমি আপনাদের কাছে শুধু বলি আইনের শাসন প্রতিষ্ঠা হয়েছে এবং আইনের শাসনকে ধরে রাখতে হবে। আইনের শাসনকে ধরে রাখার জন্য এটা পালন করবেন এটাই আপনাদের কাছে আমার আহবান।  অনুষ্ঠানের শেষে আইন মন্ত্রী আনিসুল হক এমপি মাগুরা জেলা আইনজীবী সমিতির বিজ্ঞ সদস্যদের সাথে মতবিনিময় সভায় আলোচনা মূলক বক্তব্য প্রদান করেন। তিনি মতবিনিময় আলোচনা সভা অনুষ্ঠানে ১০ লাখ টাকা, ১ টি আইনের লাইব্রেরি এবং লাইব্রেরির সমস্ত বই দেওয়ার প্রতিশ্রতি ব্যক্ত করেন।  এছাড়াও আইন মন্ত্রী আনিসুল হক বিকাল ৪ টার সময় উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকা মাকায় ভোট দিন উন্নয়ন বিশাল জনসভা কাটাখালি মাধ্যমিক বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে বাংলাদেশ আওয়ামীলীগ মাগুরা জেলার আয়োজনে প্রধান অথিতি হিসাবে বক্তব্য বিএনপির মুখে গনতন্ত্রের কথা শুনলে বান্দরেও হাসে-আ,লীগের উন্নয়নের জনসভায় এসব কথা বলেন। বিশেষ অথিতি হিসাবে বক্তব্য দেন কেন্দ্রি আ.লীগের সদস্য বাবু নির্মল কুমার চ্যাটার্জি,মাগুরা ২ আসনের সংসদ এ্যাড বীরেন শিকদার,মাগু–রা ১ আসনের সংসদ এ্যাড সাইফুজ্জামান শিখর,জেলা আ,লীগের সভাপতি বীর মুক্তিযেদ্ধা আফম আব্দুল ফাত্তাহ প্রমুখ। এ ছাড়া আ,লীগ ,সেচ্ছাসেবকলীগ,যুবলীগ,ছাত্রলীগসহ অঙ্গসংগঠনের নেতাকর্মীবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *