সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীর উত্তম বলেছেন, ‘নির্বাচনে কে আসল আর কে আসলো না, এটা বড় কথা না। কৃষক শ্রমিক জনতা লীগের পক্ষ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বলে দেওয়া হয়েছে আমরা ভোট কেন্দ্রে ভোটার চাই। শত শত হাজার হাজার ভোটার যদি কেন্দ্রে যায়, তারা ভোট দেয় তাহলে নির্বাচনে কে আসলো আর না আসলো এটা নিয়ে আমাদের কোনো চিন্তা নাই। আমরা ভোটারের ভোট চাই।’ শুক্রবার সন্ধ্যায় টাঙ্গাইলের সখীপুর উপজেলার দাড়িয়াপুর স্কুল মাঠে বিশাল জনসভায় তিনি এসব কথা বলেন। বঙ্গবীর কাদের সিদ্দিকী আরও বলেন, আওয়ামী লীগে কিছু ভেজাল আছে কিন্তু গামছায় কোনো ভেজাল নাই। আওয়ামী লীগে মতিয়া চৌধুরী আছে, যে বঙ্গবন্ধুর চামড়া দিয়া ডুগডুগি বাজাতে চেয়েছিলো, জুতা বানাতে চেয়েছিলো। আমাদের গামছা সখীপুর, বাসাইল, টাঙ্গাইল তথা বৃহত্তর ময়মনসিংহ এলাকার মার্কা।বঙ্গবীর কাদের সিদ্দিকী বীর উত্তম বলেন, ধানের শীষের এক নেতা মনে করেন জিয়াউর রহমান বাংলাদেশের প্রেসিডেন্ট ছিলো, জিয়াউর রহমানই এদেশের নেতা। আমিতো জিয়াউর রহমানকে নেতা মানতে পারি না। আমার নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। জিয়াউর রহমানকে ততোক্ষণ মানি যতোক্ষণ জিয়াউর রহমানের নেতাও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। যদি সে বলে না জিয়াউর রহমানই সব বঙ্গবন্ধু কিছুই না, তাহলে জিয়াউর রহমান আমার কাছে কিছুই না।