মাগুরা প্রতিনিধি॥ মাগুরা সদর উপজেলার যশোর রোডের আঙ্গারদাহ গ্রামের গোলাম রসুলের দোকানে দুধর্ষ চুরি হয়েছে। ২৪ শে অক্টোবর মঙ্গলবার এ ঘটনা ঘটে। এ বিষয়ে মাগুরা সদর থানায় বুধবার অভিযোগ দেওয়া হয়েছে। গোলাম রসুল অভিযোগে জানান,মঙ্গলবার রাত সাড়ে ৯টার সময় হবিবার (হবি) পিতা অজ্ঞাত সাং আজমপুর তার সাথে মুখে কাপড় বাঁধা দোকানে কেনাকাটা করে যাওয়ার সময় এদিক ওদিক চোরের মত তাকায় বলে তাদের আচরনে আমাদের সন্দেহ হয়। প্রতিদিেিনর ন্যায় দোকান বন্ধ করে বাড়ি চলে যাই।পর দিন অর্থাত ২৫ শে অক্টোবর বুধবার সকালে দোকানে এসে দেখি দোকানের মালামাল গ্যাস সিলিন্ডার,চা কেটলিসহ সব দামী মালামাল চুরি করে নিয়ে গেছে। ঘটনা তদন্তে এর যথাযথ বিচার চান তিনি।