মাগুরা প্রতিনিধি॥ মাগুরা সদর উপজেলার জগদল ইউনিয়নের ছোনপুর গ্রামে অন্তঃসত্ত্বা নারীকে লাথী মেরে স্বর্ণাঙ্কার লুট করার অভিযোগ উঠেছে।অন্তঃসত্ত্বা নারীর নাম সুমাইয়া(২২)। সে ঐ গ্রামের রহমত আলীর স্ত্রী।এ বিষয়ে মোকাম মাগুরা বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট-১ আদালতে মামলা হয়েছে। সিআর মামলা নং ১৩০৪/২৩ মাগুরা সদর। মামলাার আরজিতে সুমাইয়া জানান ১নং আসামী তৈয়েব (৩৫)সন্ত্রাসী,লম্পট,খুন জখমকারী,ও লুচ্চা প্রকৃতির লোক। তার হুকুমে ইমরান (২২) ৪ আনা ওজনের কানের দুল খুলিয়া নেয় এসময় আমার স্বামী এগিয়ে আসিলে ৩নং আসামী গফ্ফার(৩৮), আমির(৪৭) ,মুছা মোল্যা (৪৫),আবু সাঈদ(৫৫) লাঠি দিয়ে মারাত্বক জখম এবং আসাামীরা লোহার রড দিয়া আঘাত করে এবং তারা ১ভরি ওজনের সোনার চেইন ছিনতাই করে এবং আসামীরা আমার তলপেটে লাথী মারায় আমি অসুস্থ্য হলে মাগুরা সদর হাসপাতালে ভর্তি হই।একদিন পর আমার শরীরে রক্তক্ষরণ শুরু হয়।এ ঘটনায় আমার স্বামী ৩০/১০/২৩ তারিখে সদর থানায় গেলে মামলা নেয়নি যার ফলে মাগুরা আদালতে মামলা করতে বাধ্য হই।কথিত আছে ১ নং আসামীর পিতা জলিল বিশ^াস ১৯৭১ সালে রাজাকার ছিলেন। তিনি যশোর জেলখানায় বন্দি ছিলেন।বহু হিন্দুদের বাড়ি ঘরে আগুন ও লুট করার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে অথচ ১ নং আসামী তৈয়েব আলী বর্তমানে হাইব্রিড আওয়ামীলীগার।এ বিষয়ে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট হুমাউন কবীর সদর আমলী আদলতে আগামী ৩০/১১/২৩ তারিখে তদন্ত প্রতিবেদন দাখিলের আদেশ দিয়েছেন।তিনি আসামীদের বিরুদ্ধে ড/্র আদেশে সু বিচার কামনা করেন।