আকরাম হোসেন ইকরাম মাগুরা থেকে॥ মাগুরার গর্বিত সন্তান পরমানু বিজ্ঞানী ড মাহবুবুল হক সিদ্দিকী ৬ই নভেম্বার সোমবার হ্যাট এটাক জনিত কারনে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে ইন্তেকাল করেন।ইন্নালিল্লাহী—-রাজিউন।মৃত্যুবালে তার বয়স হয়েছিল ৯১ বছর।তিনি ১ ছেলে ও ১ মেয়েসহ অসংখ্যগুন্গ্রাহী রেখেগেছেন।তিনি সুইজারল্যান্ড,আমেরিকার মহাশুন্য গবেষণাগার সহ পৃথিবীর বেশ কিছু দেশে চাকরী করেছেন। তিনি বিএনপির স্থায়ী কমিটির সদস্য প্রয়াত মন্ত্রী মেজর জেনারেল এম মজিদ উল হকের ছোট ভাই।এ ছাড়া তিনি মাগুরা প্রেসক্লাবের সভাপতি, মাগুরা পৌরসভার চেয়ারম্যান,ও জেলা বিএনপির সভাপতির দায়িত্বে ছিলেন। ৭ই নভেম্বার মঙ্গলবার বেলা ২টায় মাগুরা নোমানী ময়দানে জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজায়,উপস্থিত ছিলেন,জেলা আলীগের ভাইচ প্রেসিডেন্টে বীর মুক্তিযোদ্ধা মুন্সি রেজাউল ইসলাম,সাবেক প্রশাসক সৈয়দ শরিফুল ইসলাম,সদর উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আবু নাসির বাবলু,পৌরসভার মেয়র খুরশিদ হায়দার টুটুল। পরে মাগুরা ভায়না পৌর গোরস্থানে দাফন সম্পন্ন করা হয়।