• Wed. Jan 15th, 2025

Basic News24.com

আমরা সত্য প্রকাশে আপোষহীন

মাগুরায় তুচ্ছ ঘটনায় শাশুড়ীর দায়ে কান কেটে গেল॥বেটার বউ হাসপাতালে

Bybasicnews

Nov 16, 2023

 

 

 

মাগুরা প্রতিনিধি॥ মাগুরা সদর উপজেলার মঘি ইউনিয়নের মাঝগ্রামে তুচ্ছ ঘটনা নিয়ে ২ বেটার বউকে শাশুড়ি দা দিয়ে আঘাত করে হাসপাতালে পাঠিয়েছে।ঘটনাটি আজ ১৬ই নভেম্বার বৃহসাপতিবার সকাল সাড়ে ৯টার দিকে ঘটে।আহত বেটার বউ ইতি খাতুন অভিযোগে জানান,আমার স্বামী এরশাদ মন্ডল বিদেশ থাকে। আমি সন্তান নিয়ে বাড়িতে থাকি।আমার শাশুড়ি প্রায় নির্যাতন করে। রাজ হাস বেচানিয়ে আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং আমার শশুরের সাথে বিয়ে দেওয়ার কথা বলে এসব কু কথাকাটাকাটির জেরে দা দিয়ে কান মুখ পেচিয়ে কোপ মারে সে কোপে কানের ২ভাগ কেটে গেছে ।আমার আরেক জ্যা ঠেকাতে গেলে তাকে লাঠি দিয়ে আঘাত করে মাজার হাড় ফাটায় দিয়েছে।আমার আরেক বড় জ্যা শাশুড়ির নির্যাতন সইতে না পেরে বাবার বাড়ি চলে গেছে। আমি এ ঘটনায় একটু সুস্থ্য হয়ে থানায় কেচ করবো।আমি মিডিয়ার মাধ্যমে সমাজের ও প্রশাসনের কাছে এ র বিচার চাই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *