মাগুরা প্রতিনিধি॥ মাগুরায় জাতীয়তাবাদী সাংস্কৃতি সংগঠন জাসাস জেলা শাখার সদস্য সচিব ফেরদৌস রেজা তুর্কীকে মাগুরা ডিবি পুলিশ আটক করেছে।ফেরদৌস রেজাকে ১৫ই নভেম্বর বুধবার আটক করা হয়।১৬নভেম্বার বৃহস্পতিবার মাগুরা সদর বিচারিক ম্যাজিস্টেট হুমাউন কবীরের আদালতে তার জামিন না মর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। মাগুরা অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ কলিমুল্লাহ জানান,তার কাছ থেকে মোবাইল জব্দ করা হয়েছে।তার ফোনে সরকার বিরোধী বেশ কিছু কার্যক্রম গোপন তথ্য ও ভিডিও পাওয়া গেছে।এর আগে ফেরদৌস রেজা মাগুরা রিপোটার্স ইউনিটি সভাপতি ও সাংবাদিক ইউনিয়নের সাধারন সম্পাদক পদে ছিলেন। পরে তিনি সাংবাদিকতা ছেড়ে জাতীয়তাবাদী সাংস্কৃতি সংগঠনে যোগ দেন এবং সদস্য সচীব দায়িত্ব পান তিনি।