দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম বিক্রির প্রথম দিন শনিবার মোট ১ হাজার ৭৪ জন ফরম সংগ্রহ করেছেন। সরাসরি ১ হাজার ৬০টি এবং অনলাইনে ১৪ জন মনোনয়ন ফরম সংগ্রহ করেন। এর মধ্যে তারকা ক্রিকেটার সাকিব আল হাসানের পক্ষ থেকে মাগুরা-১ ও মাগুরা-২ আসনের জন্যে মনোনয়ন পত্র কেনা হয়েছে বলে খুলনা বুথের দায়িত্বে থাকা শেখ মো. হাসান মেহেদী জানিয়েছেন।
অন্যদিকে বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় সদস্য নির্মল কুমার চ্যাটার্জীও সাকিবের মনোনয়ন সংগ্রহের বিষয়টি নিশ্চিত করেছেন।
তবে এ বিষয়ে সাকিব আল হাসানের বাবা মাশরুর রেজা কুটিলের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি এ বিষয়ে কিছুই জানেন না বলে জানিয়েছেন।
আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম বিক্রি কার্যক্রম শুরু হয় শনিবার (১৮ নভেম্বর) সকাল সাড়ে ১০টায়।
বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে দলটির কার্যালয়ে আট বিভাগের জন্য স্থাপিত ১০টি বুথ থেকে ফরম বিক্রি হয়। মনোনয়ন ফরম কার্যক্রম চলবে মঙ্গলবার (২১ নভেম্বর) পর্যন্ত।