আকরাম হোসেন ইকরাম মাগুরা পৌর॥ মাগুরা ১ আসনে আ,লীগের মনোনিত প্রার্থী বিশ^ অলরাউন্ডার সাকিব আল হাসানকে বৃহস্পতিবার নির্বাচনীবিধি আচরন লঙ্ঘন বিষয়ক চিঠি দিয়েছেন মাগুরা নির্বাচন অনুসন্ধান কমিটির প্রধান যুগ্ন জেলা ও দায়রা জজ সত্যব্রত শিকদার । চিঠিতে উল্লেখ করা হয়েছে বুধবার ঢাকা থেকে গাড়ি বহরে কামারখালী হয়ে মাগুরা প্রবেশ করেন।পরে গনসংবর্ধনায় যোগ দেন।এতে রাজনৈতিক দল ও প্রার্থী আচরন বিধিমালা ২০১৮এর ৬(খ)৮(ক)এবং ১২ ধারা বিধান লঙ্ঘন হয়েছে।এ প্রেক্ষিতে সাকিবআলহাসানকে স্বশরীরে শুক্রবার বিকাল ৩টায় অনুসন্ধান কমিটির কার্যলয়ে হাজির হয়ে লিখিত জবাব দিতে বলা হয়েছে