ফারুক আহম্মদ স্টাপ রিপোর্টার॥ মাগুরা সদর উপজেলার বেড় আকছি গ্রামে পূর্ব শত্রুতার জেরে প্রবাসী জুয়েল মোল্যা(৪৫) কাছ থেকে প্রতিপক্ষ ৩ যুবক নগদ ৪৫৭০০ টাকা ১ ভরি ওজনের স্বর্ণের চেন ছিনতাই করেছে,ফেমাস(২০)পিতা ফারুক মোল্যা,মিনহাজ(২২)পিতা মিরাজ,বাধন(২৩)পিতা মিজান আসামীরা সবাই ঐ গ্রামের বাসিন্দা। আহত প্রবাসী জুয়েল মোল্যার স্ত্রী মারদিয়ানা বেগম বাদী হয়ে মাগুরা সদর থানায় অভিযোগ দায়ের করেছেন।অভিযোগ সুত্রে জানা যায়, অভিযোগকারীর স্বামী একজন প্রবাসী গত ২রা ডিসেম্বার শনিবার বেলা অনুমান ২টার সময় বেড় আকছি গ্রামে কুঠিপাড়ায় পৌছলে কাছে থাকা নগদ ৪৫৭০০টাকা এবং বিদেশী স্বর্ণের ১ভরি ওজনের চেইন ছিনতাই করে। এসময় আসামীরা বেধড়ক পিটিয়ে রক্তাত্ব করে ফেলে যায় এবং বিভিন্ন প্রকার গালিগালাজ করে।ঘটনার সময় স্থানীয় ৪/৫ জন এসে আমাকে পড়ে থাকতে দেখে তারা মাগুরা ২৫০ সয্যা হাসপাতালে নিয়ে চিকিৎসা করান। বর্তমানে জুয়েল মোল্যা ২৫০ সয্যা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ বিষয়ে আসামীদের সাথে যোগাযোগ করা হলে পলাতক রহিযাছে। আসামী মিনহাজের বাবা মিরাজ মোল্যার সাথে কথা হলে জানান,এটা আমাদের পারিবারিক বিষয় এখানে সাংবাদিকদের কোন ব্যাপার নয়,বরং তিনি সাংবাদিকদের তিনি অসুন্তষ্টির কথা ও মিটে যাওয়ার কথা বলেন।এদিকে আহত জুয়েল মোল্যার সাথে কথা বলে জানায়,এ বিষয়ে কোন মিমাংসা হয়নি। হাসপাতালে তার কাছে কেউ যোগাযোগ করেনি। তিনি এর উপযুক্ত বিচার দাবী করেন।