• Fri. Dec 27th, 2024

Basic News24.com

আমরা সত্য প্রকাশে আপোষহীন

আওয়ামীলীগের সংসদ সদস্য প্রার্থী সাকিব আল হাসান যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের মতবিনিময়সভায় ও নৈশভোজ

Bybasicnews

Dec 14, 2023

 

মাগুরা প্রতিনিধি: যুক্তরাষ্ট্রে আওয়ামী লীগের মতবিনিময়সভা ও প্রীতি ভোজে অংশ নিয়েছেন মাগুরা-০১ আসনে আওয়ামীলীগের সংসদ সদস্য প্রার্থী সাকিব আল হাসান।

যুক্তরাষ্ট্রে তিনি রাজনৈতিক কর্মসূচির অংশ হিসেবে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের মতবিনিময়সভায় ও নৈশভোজে অংশ নেন।

রোববার (১০ ডিসেম্বর) নিউইয়র্কের জ্যাকসন হাইটসের কাবাব কিং পার্টি হলে ছিলো এ আয়োজন।

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের লক্ষ্যে মাগুরা-১ ও ২ আসনসহ ঢাকা-১০ থেকে মনোনয়নপত্র কিনলেও সাকিবকে আওয়ামীলীগ মাগুরা-০১ আসনে মনোনয়ন দেয়।

বর্তমানে এই আসনের সংসদ সদস্য সাইফুজ্জামান শিখর। তার আগে তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সহকারী একান্ত সচিব ছিলেন।

জাতীয় দলের তারকা ক্রিকেটার সাকিব আল হাসান মাগুরায় জেলা রিটার্নীং অফিসারের কার্যালয়ে নিজের পক্ষে দলীয় মনোনয়ন জমা দেওয়ার পর যুক্তরাষ্ট্রে যান।

বিশ্বকাপে পাওয়া ইনজুরির উন্নত চিকিৎসার জন্য যুক্তরাষ্ট্রে গিয়েছেন বলে পারিবারিক সূত্রে জানা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *