মাগুরা প্রতিনিধি॥ মাগুরা সদর উপজেলার নরসিংহাটি ছিদ্দিকিয়া ফোরকানিয়া গৌরস্থান মাদ্রাসায় ৫৬ টি দেশ ভ্রমনকারী বক্তা ড জাকির নায়েকের স্যার ড আলহাজ্জ মাওলানা শাহাদাত হুসাইন ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।২৫ শে ডিসেম্বার সোমবার বিকাল ৩টা হতে মাদ্রাসার সভাপতি জাহাঙ্গির বিশ^াসের সভাপতিত্বে প্রধান অথিতি হিসাবে ওয়াজ নসিহত পেশ করেন। বিশেষ অথিতি হিসাবে ওযাজ করেন হাফেজ মাওলানা আব্দুস সালাম রাহমানী সাহেব দাঃবাঃ,হাফেজ ,মাওলানা আবুল বাশার সাহেব.মুফতি সাব্বির আহম্মদ সাহেব.হাফেজ মিরাজুল ইসলামসহ ,স্থানীয় ওলামায়েকারাম প্রমুখ।ধর্মপ্রান মুসল্লি রা রাত ১২টা পর্জন্ত ওয়াজ শোনেন।