• Thu. Dec 26th, 2024

Basic News24.com

আমরা সত্য প্রকাশে আপোষহীন

ক্রিকেটার সাকিব আল হাসানের পক্ষে মঘী ইউনিয়নের ভাবনহাটি স্কুল মাঠে নির্বাচনি গনসংযোগ

Bybasicnews

Dec 26, 2023

মাগুরা প্রতিনিধি॥ আসন্ন দ¦াদশ জাতীয় সংসদ নির্বাচনে মাগুরা ১ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী বিশ^ অল রাউন্ডার সাকিব আল হাসান পক্ষে জেলা আ,লীগ নেতৃবৃন্দ গনসংযোগ করেন । মাগুরা সদর উপজেলার মঘী ইউনিয়নের ভাবনহাটি গ্রামে গনসংযোগে মঘী ইউনিয়ন আ,লীগের সভাপতি জনাব রেজাউল ইসলামের সভাপতিত্বে প্রধান অথিতি হিসাবে গনসংযোগে বক্তব্য দেন,জেলা আ,লীগের সাংগঠনিক সম্পাদক ও বিশিষ্ট সমাজ সেবক জনাব রানা আমির ওসমান রানা জেলা যুবলীগের আহবায়ক আলী আহাদ,আশরাফ খাঁন,মঘী ইউনয়নের চেয়ারম্যান হাসনা হেনা,মঘী ইউনিয়ন আ,লীগ নেতা পিলটন মাহমুদ,আব্দুল খালেক বিশ^াস,গোলাম নবী,জাকির হোসেন,মমিন মন্ডল,মারফত বিশ^াস মিজানুর রহমান ,যুবলীগ,সেচ্ছাসেবকলীগ,কৃষকলীগসহ,অংগসংগঠনের নেতাকর্মীবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *