মাগুরা প্রতিনিধি : মাগুরা জেলা জাসদের উদোগে শহরের কলেজ পাড়ায় জাসদ অফিসে ১৪ দলীয় জোট নেত্রী শেখ হাসিনা কর্তৃক মনোনীত মাগুরা-১ আসনে সংসদ সদস্য প্রার্থী বিশ্বাসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের সমর্থনে ১ জানুয়ারি সোমবার নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়েছে।
মাগুরা জেলা জাসদ সভাপতি বীর মুক্তিযোদ্ধা সৈয়দ অহিদুল ইসলাম ফণি’র সভাপতিত্বে সভায় উপস্থিত জাসদ নেতা-কর্মীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন মাগুরা-১ আসনের প্রার্থী ক্রিকেটার সাকিব আল হাসান।
সভা পরিচালনা করেন মাগুরা জেলা জাসদের সাধারণ সম্পাদক সমীর চক্রবর্তি। সভায় জাসদের যুগ্ম সাধারণ সম্পাদক খলিলুর রহমান, সহ সভাপতি বিমল বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক এডভোকেট মিজানুর রহমান, নারীজোটের আহবায়ক এডভোকেট আমেনা খাতুন লাবনী, শ্রীপুর উপজেলা জাসদের সাধারণ সম্পাদক নূরুল আমীন, শালিখা উপজেলা জাসদের সভাপতি আতিয়ার রহমান জোয়ার্দার, যুব জোটের সভাপতি শামীম শরীফ, সাধারণ সম্পাদক তৌহিদুজ্জামান, ছাত্রলীগের সাধারণ সম্পাদক মিরাজ হোসেনসহ বিপুল সংখ্যক নেতা কর্মী অংশ নেন।
সাকিব আল হাসান তার বক্তব্যে উপস্থিত সকলকে স্বতঃস্ফূর্তভাবে ভোট কেন্দ্রে আসা এবং নৌকা প্রতীকে ভোট প্রদানের আহ্বান জানান। তিনি ১৪ দলের অন্যতম শরিক দল জাসদের এই আয়োজনের প্রতি কৃতজ্ঞতা প্রদর্শন করেন।
সভার শুরুতে জাসদের পক্ষ থেকে জাসদ কেন্দ্রীয় কার্যকরি কমিটির সদস্য জাহিদুল আলমের শুভেচ্ছা বার্তা জানানোর পাশাপাশি সাকিব আল হাসানের হাতে জাসদের নেতাকর্মীরা ফুলের তোড়া তুলে দেন।