মাগুরা প্রতিনিধি॥ মাগুরা সদরের কুচিয়ামোড়া ইউনিয়নের বড় শোলই কলাই ডাঙ্গা ২ নং ওয়াডে তারিকুল মেম্বারের নির্বাচনী অফিসে জমে উঠেছে। প্রতি দিন এখানে প্রায় নারী পুরুষ দিয়ে ২০০ লোকের চা বিস্কুট চলে ।এ দিকে মাগুরা ২ আসনের সংসদ সদস্য ড শ্রী বীরেন শিকদার প্রতি টি নির্বাচনী অফিস পরিদর্শন করেছেন।বুধবার পরিবারের সদস্যরা নির্বাচনী অফিসে পরিচিতি হন বলে জানান,তারিকুল মেম্বার। তিনি আরো জানান,বড় শোলই বরাবরই নৌকার আসন। এবার কুচিয়ামোড়া ইউনিয়নের সর্বোচ্চা ভোট এ ওয়ার্ডে পড়বে। তিনি প্রতিটি বাড়ি বাড়ি গিয়ে ভোট প্রার্থনা করেন বীরেন বাবুর জন্য।