• Sun. Dec 22nd, 2024

Basic News24.com

আমরা সত্য প্রকাশে আপোষহীন

মাগুরা বড়শলই গ্রামে ১৫২ তম ঐতিহাসিক পৌষ্পের মেলা ঘোড় দৌড় ও বিচার গানের সাংস্কৃতিক অনুষ্ঠান 

Bybasicnews

Jan 15, 2024

ফারুক আহমেদ, স্টাফ রিপোর্টার : মাগুরা সদর উপজেলার কুচিয়ামোড়া ইউনিয়নের বড়শলই গ্রামে ঐতিহাসিক ১৫২ তম বার্ষিক মেলা ঘোড় দৌড় ও বিচার গানের সাংস্কৃতিক অনুষ্ঠান উদযাপিত হয়। শনিবার ১৩ জানুয়ারি বড়শলই কলাই ডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে কলাইডাঙ্গা বিলের মাঠে মেলা অনুষ্ঠিত হয়।  বড়শলই পৌষের মেলায় সভাপতিত্ব করেন, মোঃ মোতালেব মোল্লা। এছাড়াও মেলায় উপস্থিত ছিলেন, মেলা কমিটির সাধারণ সম্পাদক মাস্টার আমিরুল ইসলাম। সার্বিক  তত্ত্বাবধানে মোঃ আলমগীর হোসেন তুষার, পরিচালনায় মেম্বার মোঃ তারিকুল ইসলাম, সঞ্চালনায় বীর মুক্তিযোদ্ধা মোঃ আবুল কাশেম।  বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম বলেন, মাগুরা জেলার প্রত্যেক উপজেলা ও ইউনিয়নের গ্রাম পর্যায় থেকে মেলা উৎসুক লোকজন আসে। তিনি আরও জানান, ১৮৮৫ সালে ব্রিটিশ সরকারের ক্ষমতায় থাকাকালীন তৎকালীন মরহুম সাবেক প্রেসিডেন্ট মানিক মোল্লা, মরহুম সুরমান আলী বিশ্বাস, মরহুম মোক্তাদুর মোল্লা, মরহুম হিরাজতুল্লাহ বিশ্বাস সহ আরও গণ্যমান্য ব্যক্তিগণ এই মেলার উদ্ভাবক ছিলেন, সেই থেকে এই মেলা বা আড়ংয়ের বয়স ২০২৪ সালে ১৫২ বছরে পর্দাপণ করেছে। মেলায় ২০০ উপরে দোকান, নাগোর দোলা, ১০-১৫ টি দৌড়ের ঘোড়া আছে। এছাড়াও রাতে চুয়াডাঙ্গা জেলা থেকে আগত বিচারগানের শিল্পী মোছাঃ মুক্তি দেওয়ান এবং প্রতিদ্বন্ধী শিল্পী চুয়াডাঙ্গা সরৎগঞ্জ রেজাউল সরকার সারারাত গান পরিবেশন করবেন। মেলা কমিটি আরও জানায় এই মেলা ২ দিনব্যাপী চলবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *