আকরাম হোসেন ইকরাম মাগুরা পৌর প্রতিনিধি॥ মাগুরা সদর উপজেলার সত্যপুর উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মোশাররফ স্যার(৯০)ইন্তোকাল করেছেন। ইন্ন ালিল্লাহী———–রাজিউন। তিনি স্ত্রী ৫ কন্যা ও ৪ পুত্র সন্তানসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।তিনি বার্ধক্যসহ নানা রোগে ভুগতেছিলেন।তার গ্রামের বাড়ি ফরিদপুর জেলার মধুখালী উপজেলার উজানদিয়া গ্রামে। স্বজন সূত্রে জানায়,আজ ৩রা ফেব্রুয়ারী সকাল সাড়ে ৭টার দিকে নিজ বাসভবনে ইন্তেকাল করেন।এদিকে তার মৃত্যুতে সত্যপুর স্কুলের শিক্ষকবৃন্দ ও ম্যানেজিংকমিটিসহ প্রাক্তন ছাত্র/ছাত্রীবৃন্দ শোক জানিয়েছেন।আজ শনিবার যহর নামাজের পর উজানদিয়া গৌরস্থান মাঠে জানাজা শেষে দাফন করা হয়।