: চ্যানেল আই ও দৈনিক কালের কণ্ঠ পত্রিকার মাগুরা জেলা প্রতিনিধি মাগুরা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক শামীম খানের পিতা আবদুস সামাদ খান মঙ্গলবার দুপুরে বার্ধক্য জনিত কারণে ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহী ওয়াইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৮৮ বছর।আবদুস সামাদ খান কর্মজীবনে প্রথমে মাগুরা বালিকা বিদ্যালয়ের সহকারি শিক্ষক পরবর্তীতে জেলা মাধ্যমিক শিক্ষা অফিসের প্রধান সহকারি সর্বশেষ সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের প্রধান সহকারি হিসাবে ১৯৯৬ সালে অবসরে যান।মরহুমের পরিবার সূত্রে জানা গেছে, মঙ্গলবার বাদ এশা মাগুরা শহরের মোল্লাপাড়া জামে মসজিদ প্রাঙ্গণে জানাযা শেষে মাগুরা পৌর গোরস্থান তাকে দাফন করা হবে। মৃত্যুকালে তিনি ২ ছেল ও ৩ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
তার মৃত্যুতে মাগুরা জেলা প্রশাসক মোহাম্মদ আবু নাসের বেগ, পুলিশ সুপার মশিউদ্দৌলা রেজা, মাগুরা জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পংকজ কুমার কুন্ডু, পৌর মেয়র খুরশিদ হায়দার টুটুল, জাসদ কেন্দ্রীয় কমিটির কার্য নির্বাহী সদস্য মাগুরা প্রতিদিন ডটকম অনলাইন পত্রিকার প্রকাশক জাহিদ আলম, সম্পাদক জাহিদ রহমান সহ বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা শোক প্রকাশ করেছেন।