মাগুরা প্রতিনিধি॥ মাগুরায় সাংস্কৃতি সংগঠন এস এস টেলিকথার উদ্যেগে ও জেলা প্রশাসনের সার্বিক সহযোগীতায় কম্বল বিতরন করা হয়। ১৯ শে ফেব্রুয়ারী সোমবার বিকাল ৩ ঘটিকার সময় ওয়াজেদা আহম্মেদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পারনান্দুয়ালী স্কুল মাঠে এস এস টেলিকথার সভাপতি জনাব সানি আলমের সভাপতিত্বে প্রধান অথিতি হিসাবে কম্বল বিতরন করেন মাগুরার সুযোগ্য জেলা প্রশাসক মোহাম্মদ আবু নাসের বেগ। বিশেষ অথিতি হিসাবে উপস্থিত ছিলেন,মাগুরা ট্উাল হল ক্লাবের সাধারন সম্পাদক জায়িদ বিন কবীর নিশান, প্রেস ক্লাবের সিনিয়র সাংবাদিক এম এ হাকিম,ওয়াজেদা আহম্মদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা পপি মজুমদার, এসএস টেলিকথার সাধারন সম্পাদক ও সাংবাদিক নাট্য ব্যাক্তিত্ব শামিম শরীফ,মাগুরা সাংবাদিক ইউনিয়নের সাধারন সম্পাদক আকরাম হোসেন ইকরাম প্রমুখ।পরে এলাকার গরীব অসহায় ও অসচ্ছল ব্যাক্তিদের কম্বল বিতরন করা হয়।এর আগে প্রধান অথিতি মাননীয় জেলা প্রশাসক মোহাম্মদ আবু নাসের বেগকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। কম্বল বিতরন শেষে ওয়াজেদা আহম্মদ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে জেলা প্রশাসক মহদ্বয় একটি গাছের চারা রোপন করেন।