• Thu. Dec 26th, 2024

Basic News24.com

আমরা সত্য প্রকাশে আপোষহীন

ভাষা শহীদদের জন্য কলকাতা থেকে বাইসাইকেল র‌্যালী করে সুত্র নামের  ২টিসংগঠনের যাত্রা বাংলাদেশে 

Bybasicnews

Feb 20, 2024
  মাগুরা প্রতিনিধি: “বাংলা কখনো হয় না ভাগ, বাংলা ভাষায় আমরা এক” এই স্লোগান নিয়ে ভারতের পশ্চিমবঙ্গ থেকে বাংলাদেশে প্রবেশ করেছে `১০০ মাইলস ও ভাষা সূত্র’ নামে দুটি সংগঠনের ১০ সদস্য।সাইকেল চালিয়ে ফরিদপুর হয়ে ঢাকায় পৌঁছনোর পর ২১ ফেব্রুয়ারি ভাষা শহীদদের শ্রদ্ধা জানাবেন তারা।১৫ ই বৃহস্পতিবার কলকাতা প্রেসক্লাব থেকে যাত্রা শুরু করে ১৭ ই ফেব্রুয়ারি রাতে যশোর হয়ে মাগুরাতে পৌঁছায়। রাতে একটি হোটেলে রাত কাটিয়ে ১৮ই ফেব্রুয়ারি সকাল আটটায় মাগুরা থেকে ফরিদপুরের পথে রওনা হয় তারা।আগন্তুক সদস্যরা জানান, একমাত্র বাঙালিরাই নিজের ভাষা রক্ষায় জীবন দিয়েছেন। পৃথিবীতে এমন নজির আর কারও নেই। মায়ের ভাষা বাংলাতে কথা বলি এটা সেই ভাষা শহীদদের অবদান। তাই ভাষার মাস উপলক্ষে তাদের প্রতি শ্রদ্ধা জানাতে বাংলাদেশে ছুটে আসা।সংগঠনের দলীয় প্রধান সরজিত রায় বলেন, ভাষার টানে বাংলায় এসেছি। ২১ ফেব্রুয়ারি ঢাকায় শহীদ মিনারে ভাষা শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ করবো। ভাষা দিবসের কর্মসূচি শেষে ২২ ফেব্রুয়ারি বেনাপোল বন্দর হয়ে আমরা ভারতে ফিরব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *