মাগুরা প্রতিনিধি॥ মাগুরায় প্রাইভেট ক্লিনিক ডায়াগনিষ্টক এসোসিয়েশন ২০২৪ নবনির্বাচিত কমিটি গঠন করা হয়েছে। নির্বাচিত কমিটির সভাপতি হচ্ছেন,সার্জিক্যাল ক্লিনিকের মোহাম্মাদ মনিরুজ্জামান,সাধারন সম্পাদক নির্বাচিত হয়েছেন পিয়ারলেস ক্লিনিকের মোঃ ফরহাদ খন্দকার ,কোষাধ্যক্ষ সান্ধনি ডায়াগনিষ্টকের মোঃ রবিউল ইসলাম নির্বাচিত হয়েছেন।মহান ২১ শে ফেব্রুয়ারী ২০২৪ এ নির্বাচনের প্রধান উপদ্ষ্টো কমিশনার ছিলেন জাহান ক্লিনিকের প্রতিষ্ঠাতা ডাক্তার মাসুদুল হক।অন্যন্য উপদেষ্টারা ছিলেন
,মোহাম্মদ তারেক মিয়াডাক্তার মুক্তাদুর রহমানআলহাজ্ব মাসুম মিয়ামোঃ ওয়াজেদ মিয়ামোঃ বশির মিয়ামিসেস রেশমা জামানমোঃ বাবর আলীমোহাম্মদ আবু সাইদ মিয়ানবনির্বাচিত কমিটি গঠনের মধ্য দিয়ে সকল মালিকগণ একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের ভাষা শহীদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানাতে শহীদ মিনারে পুষ্প অর্পণ করেন।