\\নওয়াব আলী মাগুরা//
মাগুরার শালিখাতে সাড়ে তিন কেজি গাঁজা সহ এক গাঁজা ব্যবসায়ী আটক।
আটককৃত মাদক ব্যাসায়ী হলো মাগুরার পরনানদুয়ালী গ্রামের মৃত আব্দুর রাজ্জাক শেখের পুত্র আরিফুল শেখ(৪৫)।২০ ফেব্রুয়ারী রাত অনুমান সাড়ে এগারটার সময় ট্রাংকে ৭ বান্ডিল /সাড়ে তিন কেজি গাঁজা সহ তাকে আটক করে শালিখা থানার একটি চৌকস টিম।
এ অভিযানে ছিলেন এস আই লিটন গাজী,এসআই লিটন হোসেন ও এএসআই মিলোন হোসেন।
শালিখা থানার অফিসার ইনচার্জ মোঃ নাসীর উদ্দীর বলেন গত রাত সাড়ে এগারটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে শালিখা থানা পুলিশের একটি টিম সাড়ে তিন কেজি গাঁজা সহ এক জনকে আটক করে।মাগুরার পুলিশ সুপার মোঃমশিউরদৌলা স্যারের মাদকের বিরুদ্ধে জিরোট্রলারেন্স নিতির অংশেএ অভিযান।