মাগুরা প্রতিনিধি॥ মাগুরা শ্রীপুর উপজেলার বরিশাট গ্রামের ৮০ বছরের বৃদ্ধের উপর হামলার অভিযোগ উঠেছে। শুক্রবার বেলা সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে।বৃদ্ধের নাম পাঞ্জাব আলী জোয়ার্দার। বৃদ্ধের ছেলে রেজাউল ইসলাম জানান,আমিও এ হামলার শিকার হয়েছি। গাংনালিয়া বাজারে গেলে তারেক কাজীর লোক হারেজ মিয়া আমার উপর হামলা করলে আমার ৮০ বছরের বাবা ঠেকাতে গেলে তার হাত পায়ে উপর শাকিল,সুজন,আকলাম, হামলা করে আহত করে। স্থানীয়রা তাদেরকে মাগুরা ২৫০ সয্যা হাসপাতালে চিকিৎসা জন্য পাঠায়। মাগুরা সদর হাসপাতালে তারা বারান্দায় চিকিৎসাধীন আছে।এ দিকে ঐ গ্রামে ৮নং ওয়ার্ড মেম্বার বেলাল হোসেন জানান,৮০ বছরের বৃদ্ধ লোক,মৃরব্বিকে যারা ছাড় দেয়না তাদের আইনের আওতায় এনে সর্বোচ্চ বিচারের প্রার্থনা করি এবং সুষ্ঠ তদন্ত করে দোষীদের শাস্তি দাবী জানান।