বিশেষ প্রতিনিধি,
বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি’ মাগুরা সদর উপজেলা কমিটির ৫১ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। ২২ ফেব্রুয়ারী এক প্রেসবিজ্ঞপ্তিতে প্রতিষ্ঠানটির প্রচার সম্পাদক মো: মন্নু মিয়া জানান- গত ২১ ফেব্রুয়ারী’২৪ সংগঠনটির কেন্দ্রীয় কমিটির সভাপতি মোঃ আনোয়ারুল ইসলাম তোতার স্বাক্ষরে ৫১ সদস্য বিশিষ্ট এ কমিটির অনুমোদন হয়। কমিটির অর্থ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন পংকজ কান্তি আইচ। সংগঠনের গঠনতন্ত্র মোতাবেক এ কমিটি আগামী ৪ বছরের জন্য দায়িত্ব পালন করবে। সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ ইমরান হোসেন জানান-প্রাথমিক শিক্ষকদের বিভিন্ন সুযোগ সুবিধা নিশ্চত করতে ও দাবী আদায়ে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। নব নির্বাচিত এ কমিটি শিক্ষকদের কল্যাণে সর্বোচ্চ সহায়তা প্রদান করবে।