মাগুরা প্রতিনিধি।
মহান স্বাধীনতা দিবস উপলক্ষে জেলা পুলিশ মাগুরার আয়োজনে মাগুরা পুলিশ সুপারের কার্যালয় মাগুরা জেলা পুলিশ ব্যাডমিন্টন ক্লাব মাঠে “পুলিশ সুপার কাপ ব্যাডমিন্টন টুর্নামেন্ট ২০২৪” এর শুভ উদ্বোধন হয়েছে। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুলিশ সুপার কাপ ব্যাডমিন্টন টুর্নামেন্ট-২০২৪ এর শুভ উদ্বোধন ঘোষণা করেন জনাব সাকিব আল হাসান, মাননীয় সংসদ সদস্য, মাগুরা-১, সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা জেলা পুলিশের অভিভাবক সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ মশিউদ্দৌলা রেজা,পিপিএম(বার)মাগুরা মহোদয়। প্রধান অতিথির বক্তব্যে মাননীয় সংসদ সদস্য বলেন,পেশাগত কাজের পাশাপাশি দেহমন সুস্থ রাখতে এবং শরীর গঠন ঠিক রাখতে খেলাধুলা একান্ত প্রয়োজন, খেলাধুলা কাজের গতিকে আরও বাড়িয়ে দেয়।
মাগুরা জেলা পুলিশের বিভিন্ন ইউনিট হতে ১০ টি দল ও বিভিন্ন সরকারী ও বেসরকারী প্রতিষ্ঠান হতে ২২ টি দল সহ মোট ৩২ টি দল এ খেলায় অংশগ্রহণ করেন। উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জেলা পুলিশের সকল পর্যায়ের কর্মকর্তাগণ, রাজনৈতিক নেতবর্গ, সরকারী,আধা-সরকারী ও এনজিও কর্মকর্তা-কর্মচারীবৃন্দ এবং সাংবাদিকগণ