• Sat. Dec 21st, 2024

Basic News24.com

আমরা সত্য প্রকাশে আপোষহীন

মাগুরার শ্রীপুর সদর ইউনিয়নের সংরক্ষিত মহিলা সদস্য পদে উপনির্বাচনে নির্বাচিতরহিমা বেঞ্জন

Bybasicnews

Mar 10, 2024

মাগুরা পৌর প্রতিনিধি:  : মাগুরার শ্রীপুর উপজেলার সদর ইউনিয়নের ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডে সংরক্ষিত মহিলা সদস্য পদে উপনির্বাচনে রহিমা বেঞ্জন বেসরকারি বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।শনিবার সকাল ৮ থেকে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ শুরু হয়ে বিরতিহীন ভাবে বিকেল ৪ টা পর্যন্ত চলে।এ নির্বাচনে ৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করেন। তারা হলেন, হেলিকপ্টার প্রতিকে মোছাঃ রহিমা ব্যাঞ্জন, তালগাছ প্রতিকে মোছাঃ তৌশি খাতুন ও মাইক প্রতিকে মোছা. আন্না বেগম।নির্বাচনে মোছাঃ রহিমা ব্যাঞ্জন ২ হাজার ১২৮ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোছাঃ তৌশি খাতুন পেয়েছেন ৯০৭ ভোট।বিগত ইউপি নির্বাচনে বিজয়ী সদস্য আসমানী বেগম ইন্তেকাল করায় সংরক্ষিত মহিলা ইউপি সদস্য পদটি শূণ্য হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *