• Sat. Dec 21st, 2024

Basic News24.com

আমরা সত্য প্রকাশে আপোষহীন

অভিজ্ঞতা নিতে সিনেমাতেও কাজ করতে চান সাকিব

Bybasicnews

Apr 26, 2024

 অনলাইন ডেস্ক

অভিনেতা হয়ে সিনেমায় কাজ করার অভিজ্ঞতা নিতে চান সাকিব আল হাসান।

সম্প্রতি যুক্তরাষ্ট্রে এক অনুষ্ঠানে রূপালি পর্দায় কাজ করার ইচ্ছা প্রকাশ করেন তিনি।

এক প্রশ্নের জবাবে সাকিব বলেন, ‌‘ইচ্ছা আছে (সিনেমা করার)। আসলে (সিনেমা) করতে তো সমস্যা নেই, আমি সবকিছুর অভিজ্ঞতা নিতে পছন্দ করি। নতুন নতুন অভিজ্ঞতা নেওয়া খারাপ কিছু না। যদি মানুষ ভালোভাবে নেয় তাহলে তো ভালো, আর না নিলে আমি আমার পেশাতেই থাকব।’

এছাড়া বিশ্বকাপ প্রসঙ্গে তিনি বলেন, ‘যারা দলে নতুন আসছে তারা অনেক ভালো করছে, তাদের পাওয়ার হিটিংয়ে অনেক সামর্থ্য রয়েছে। গত ৭-৮ বছরে যারা আসছে তারা পাওয়ার হিটিংয়ে আমাদের চেয়ে অনেক ভালো। তাই বিশ্বকাপে ভালো কিছুরই প্রত্যাশা করছি।’

বর্তমানে যুক্তরাষ্ট্রে ছুটি কাটাচ্ছেন সাকিব। আগামীকাল তার দেশে ফেরার কথা। এরপর শেখ জামালের জার্সিতে সুপার লিগে দুটো ম্যাচে খেলে যোগ দেবেন জাতীয় দলে। জিম্বাবুয়ে সিরিজের শেষ তিন ম্যাচে পাওয়া যাবে তাকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *