মাগুরা প্রতিনিধি।। মাগুরার মানবিক পুলিশ সুপার জনাব মসিউদ্দৌলা রেজা সহযোগীতায় ও তার একান্তিক প্রচেষ্টায় একজন গর্ভবতী মায়ের জীবন রক্ষা পেল, রক্তের কারণে একজন গর্ভবতী মায়ের অপারেশন করা সম্ভবত হচ্ছিল না। জাহান প্রাইভেট হাসপাতালের পরিচালক ডাঃ মাসুদুল হক পুলিশ সুপারকে অনুরোধ জানালে জনাব মসিউদ্দৌলা রেজা সহযোগীতায় নাঈম শেখ নামক পুলিশের একজন কনস্টেবল কে এবি পজেটিভ রক্ত দেওয়ার জন্য জাহান প্রাইভেট হাসপাতালে পাঠিয়ে দেন। কনস্টেবল জনাব নাঈম শেখ রক্ত দিলে রোগীর অপারেশন সম্পন্ন হয়। গর্ভবতী মায়ের অপারেশন সম্পন্ন হয়েছে এবং রোগী এখন ভালো আছে। এরকম একজন মানবিক পুলিশ সুপারকে সাধুবাদ জানিয়েছে জনসাধারন।